দেশ বিদেশ
মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মামুন হাসান
স্টাফ রিপোর্টার
(১১ ঘন্টা আগে) ২১ মে ২০২৫, বুধবার, ৬:১৮ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকার মিরপুর ১৩ নাম্বার গুদারাঘাট বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঢাকা ১৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মামুন হাসান। বুধবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ নাসির, কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুসহ কাফরুল থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি জুলাই-আগস্ট অভ্যুত্থানের যোদ্ধা গুলিবিদ্ধ মোবারক হোসেন, মিরপুর ১৩ নাম্বার টিনসেড কলোনির উত্তরণ যুব ফাউন্ডেশন এবং ১৩ নাম্বার অপূর্ব যুব সংঘের সদস্যবৃন্দ।