দেশ বিদেশ
অপর মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন
দুই মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই মামলার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে আইভীর ভার্চ্যুয়াল উপস্থিতিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলীর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এদিকে, আইভীর বিরুদ্ধে অপর একটি মামলায় ৭ দিনের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি আগামী ২৭শে মে ধার্য করেছে আদালত। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় আইভীর জামিন আবেদন করেছিলেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আরেকটি মামলায় পুলিশ রিমান্ড আবেদন করেছিলেন। আদালত সেটা পরবর্তী তারিখে শুনানির দিন ধার্য করেছেন।
আদালতে আইভীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেয়া আইনজীবী আওলাদ হোসেন বলেন, আইভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির (ফৌজদারি বিবিধ মোকদ্দমা) আবেদন করলে ২৭শে মে ধার্য তারিখ নির্ধারণ করেন আদালত। একটি মামলায় আগামী ২৫শে মে ভার্চ্যুয়ালি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। দু’টি মামলায় জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করেছেন। এর আগে জুলাই অভ্যুত্থানে সিদ্ধিরগঞ্জে নিহত পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় গত ৯ই মে ভোরে সাবেক মেয়র আইভীকে শহরের দেওভোগ চুনকা কুটির থেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সেইসঙ্গে ১২ই মে নারায়ণগঞ্জের একটি আদালতে আইভীর জামিন আবেদন করা হয়েছিল। ওই সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। পরে আইভীকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।