ঢাকা, ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ইতিহাস গড়লেন শিবলি আলম

মানবজমিন ডেস্ক
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
mzamin

বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের জন্য এক গর্বের অধ্যায় রচনা করলেন কাউন্সিলর শিবলি আলম। টেমসাইড কাউন্সিলের ৫০তম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি উত্তর ইংল্যান্ডের ইতিহাসে প্রথম বাংলাদেশি নারী মেয়র হিসেবে নিজের নাম লিখালেন। এ খবর দিয়েছে অনলাইন ম্যানচেস্টার ইভনিং নিউজ। ২০শে মে ডুকিনফিল্ড টাউন হলে এক জমকালো অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়। দায়িত্ব গ্রহণের পর আবেগঘন কণ্ঠে শিবলি আলম বলেন, টেমসাইডের সিভিক মেয়র হিসেবে দায়িত্ব পেয়ে আমি গর্বিত এবং গভীরভাবে সম্মানিত বোধ করছি। আমার সহকর্মী কাউন্সিলর বেটি অ্যাফ্লেক অসাধারণ কাজ করেছেন। আমি তার কাজের মানদণ্ড রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি আরও বলেন, আমি আমাদের এই চমৎকার বরোর প্রতিটি অংশের মানুষের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে আছি-  স্কুল, স্বেচ্ছাসেবক এবং কমিউনিটি গ্রুপসহ সবার সঙ্গে। শিবলি আলম আট বছর বয়সে বৃটেনে আসেন এবং পরবর্তীতে টেমসাইডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি হাইড ওয়ার্নেথ ওয়ার্ড থেকে ২০১৯ সালে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন এবং মেয়র হওয়ার আগ পর্যন্ত ডেপুটি মেয়রের দায়িত্বে ছিলেন। তার স্বামী মোহাম্মদ খাইরুল আলম হবেন তার কনসোর্ট। টেমসাইড কাউন্সিলের সভায় লেবার পার্টির নেত্রী কাউন্সিলর এলেনর উইলস নতুন মেয়রকে অভিনন্দন জানিয়ে বলেন, শিবলি একজন চমৎকার নেতৃত্বদানকারী। আমি নিশ্চিত, তিনি বরোর জন্য এক অনন্য মেয়রের ভূমিকা পালন করবেন। উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এটি নিঃসন্দেহে এক আনন্দের খবর। বৃটেনে বসবাসরত হাজারো বাংলাদেশি নারীর জন্য শিবলি আলম হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার প্রতীক। তার এই সাফল্য নতুন প্রজন্মকে রাজনীতির মূল ধারায় অংশ নিতে উৎসাহিত করবে। নতুন ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইড নিউটন ওয়ার্ডের কাউন্সিলর হেলেন বোডেন। তার স্বামী লেসলি হবেন ডেপুটি মেয়রের কনসোর্ট।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status