ঢাকা, ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক, তার স্ত্রী ও মেয়ের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৫, বৃহস্পতিবার

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আক্তার বানু, মেয়ে ফারজানা আক্তারের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক আব্দুল মালেক ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদক আদালতকে বলেছে, অভিযুক্তদের এই ৯ ব্যাংক হিসাবে থাকা অর্থের পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৯৬ টাকা। এসব ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। আদালত শুনানি নিয়ে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট আব্দুর রাজ্জাক ও তার অন্যান্য আত্মীয়স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। 
এ ছাড়াও অনুসন্ধানকালে আব্দুর রাজ্জাকের নিজ নামে ও স্ত্রী-মেয়ের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এসব অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর করার প্রচেষ্টা করতে পারেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে এই সম্পদ উদ্ধার করা দুরূহ হয়ে পরবে। তাই অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। গত বছরের ১৪ই অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত ৯ই ফেব্রুয়ারি আব্দুর রাজ্জাক, শিরিন আক্তার বানু এবং ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। বর্তমানে আব্দুর রাজ্জাক কারাগারে রয়েছেন। এদিকে, বরগুনার সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের ৪টি সঞ্চয়পত্র ও একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে। এসব হিসাবে ৭১ লাখ ৩৯ লাখ ৯৩৩ টাকা রয়েছে। আবেদনে বলা হয়েছে, বরগুনা-১ আসনের সাবেক এমপি শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মাধবী দেবনাথের অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা আবশ্যক। গত ২৯শে জানুয়ারি ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমপি শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথের বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেছে দুদক। 
এসব মামলায় শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, মাধবী দেবনাথের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্বামী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ক্ষমতার অপব্যবহার করেছেন। স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় তিনি অবৈধভাবে ২ কোটি ২ লাখ ৪১ হাজার ৪০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নিজ নামে ৭টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনকভাবে মোট ৮ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ২৭৮ টাকার লেনদেন করেছেন। জানা যায়, গত ২৫শে আগস্ট শম্ভুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। বরগুনা-১ আসন থেকে তিনি পাঁচবার এমপি নির্বাচিত হন। এমপি থাকাকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন কাজে অনিয়ম-দুর্নীতি আর কমিশন বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status