দেশ বিদেশ
অপসারিত কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলন বিষয়ে অবস্থান জানালো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৫, বৃহস্পতিবারবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির জন্য অভিন্ন সার্ভিস কোড ও একীভূত করার বিষয়টি সরকার/রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটি বিআরইবি বা সংস্থা প্রধানের এখতিয়ারভুক্ত নয়। এ বিষয়ে সরকারের যেকোনো সিদ্ধান্তই চূড়ান্ত। বিষয়টিকে কেন্দ্র করে গ্রাহকদের জিম্মি করে অফিস শৃঙ্খলা পরিপন্থি কোনো কার্যকলাপ বরদাশত করা হবে না বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআরইবি। এতে বলা হয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমাধানযোগ্য যৌক্তিক সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে প্রতি মাসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। সমিতিসমূহ পরিদর্শন করে প্রত্যেক সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে আন্তরিকভাবে সকলের সঙ্গে সাক্ষাৎপূর্বক তাদের যৌক্তিক সুযোগ-সুবিধা জেনে তা দ্রুততম সময়ে সমাধানের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এটি একটি সংস্কারমূলক ও ইতিবাচক চলমান প্রক্রিয়া।