শেষের পাতা
ডিজে ট্রাক বেসামাল সিলেট
ওয়েছ খছরু, সিলেট থেকে
৬ মে ২০২২, শুক্রবার
হাইওয়ে রোড। সিলেট-টু-তামাবিল। শাহপরাণ এলাকায় অর্ধশতাধিক পিকআপ। ত্রিপল টানানো। পিকআপকে বলা হয় ‘ডিজে ট্রাক’। মাইক বাঁধা। উচ্চ স্বরে চলছে হিন্দি গান। ট্রাকে থাকা তরুণরা গানের তালে তালে নাচছে আর ফুর্তি করছে। হাতে রং। রাস্তায় চলাচল গাড়ি ও পথচারীদের গায়ে রং ছিটাচ্ছে।
বিজ্ঞাপন
ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা। গত দু’দিনে শতাধিক ডিজে ট্রাক ঢুকেছে। তরুণরা মাইক বাজিয়ে ঢোকে সাদা পাথর পর্যটন স্পটে। ওখানে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কড়াকড়ি থাকার কারণে পর্যটন স্পটের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। তবে ডিজে ট্রাকের শব্দ ও উচ্ছৃঙ্খলতায় যন্ত্রণায় ছিলেন এলাকাবাসী। স্থানীয়রা জানিয়েছেন, ঈদের পরদিন দুপুরের দিকে ডিজে ট্রাকে আসা তরুণরা মহিলাদের ওপর রং ছিটায়। তারা নানা বেহায়াপনা করে। এতে করে এলাকায় ক্ষোভ দেখা দেয়। পুলিশের কড়াকড়ির কারণে অবশ্য দুপুরের পর উচ্ছৃঙ্খলতা কমে আসে। ভোলাগঞ্জ এলাকার বাসিন্দা ও চুনাপাথর আমদানিকারক গ্রুপের নেতা আক্তারুজ্জামান নোমান জানিয়েছেন, গ্যাং ডিজের উন্মাদনার কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ। এ নিয়ে গতকাল সন্ধ্যায় এলাকার লোকজন বৈঠক করেছেন। সার্বিক বিষয় জানিয়ে এ ব্যাপারে থানা পুলিশকে অবগত করা হবে। সিলেটের বিছনাকান্দি, রাতারগুল, লালাখাল এলাকায়ও ছিল ডিজে ট্রাকে আসা তরুণদের বেপরোয়া কর্মকাণ্ড। গত বৃহস্পতিবার থেকে এসব এলাকায় ডিজে ট্রাকের উচ্ছৃঙ্খলতা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান মানবজমিনকে জানিয়েছেন, ডিজে ট্রাকে উচ্ছৃঙ্খলতা ঠেকাতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। বুধবারও জাফলং এবং জকিগঞ্জ এলাকায় দুটি ট্রাক আটক করা হয়েছে। এছাড়া হাইওয়ে পুলিশ জেলা পুলিশের সহযোগিতা নিয়ে রাস্তায় টহল দিচ্ছে। তিনি বলেন- ঈদে রাস্তা কিংবা পর্যটন স্পটে কোনো উচ্ছৃঙ্খলতা বরদাশত করা হবে না। গোয়েন্দা পুলিশের ৮টি টিম মাঠে সাদা পোশাকে কাজ করছে বলে জানান তিনি। সিলেট জেলা পর্যটন পুলিশের ওসি আক্তার হোসেন জানিয়েছেন- এবার সিলেটের সব পর্যটন স্পটেই উপচে পড়ছে পর্যটকরা। উচ্ছৃঙ্খল পরিবেশ সামাল দিতে পর্যটন পুলিশের কয়েকটি টিম কাজ করছে। তিনি বলেন, এবারই প্রথম ডিজে ট্রাকে তরুণদের উৎপাত দেখা যায়। পুলিশ তৎপর হওয়ার কারণে গতকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়।