দেশ বিদেশ
‘আওয়ামী লীগের দোসর’ আমলা-কর্মকর্তাদের নাম প্রকাশ করলো জুলাই ঐক্য
স্টাফ রিপোর্টার
২১ মে ২০২৫, বুধবারসচিবালয়ে থাকা আওয়ামী লীগের দোসর আমলাদের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলন করে এ তালিকা প্রকাশ করা হয়। এ সময় সচিবালয়ে কর্মরত ৪৪ জন আমলা ও প্রশাসনের ৫০ জনের মতো কর্মকর্তার তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে তারা আট সচিবালয়ে কর্মরত আওয়ামী লীগের দোসরদের চলতি মাসের মধ্যে চাকরিচ্যুতির দাবি জানান।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, জুলাই আগস্টে শুধু নয় গত সাড়ে ১৫ বছর সচিবালয়ের আমলা ও প্রশাসনের কর্মকর্তারা যেভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিল তারা এখনো সচিবালয়সহ বিভিন্ন স্থান নিয়ন্ত্রণ করছে। এ সময় শহীদ মুহতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম পড়ে শোনান।
সংবাদ সম্মেলনে সরকারের কাছে আট দফা দাবি জানায় জুলাই ঐক্য। দাবিগুলো হচ্ছে- আগামী ৩১শে মে’র মধ্যে তালিকায় উল্লিখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের সকল দোসরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে, তিন সরকারি কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে, দেশের তথ্য পাচারকারী ছাত্র-জনতার বুকে গুলি চালানো, নির্দেশকারী এবং সহযোগিতাকারী সকল আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের পরিবারসহ সকলের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করতে হবে, স্বৈরাচারের দোসর আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, আগামী ৩৬শে জুলাইয়ের (৫ই আগস্ট) মধ্যে এখন পর্যন্ত চিহ্নিত সকল স্বৈরাচারের দোসরদের শ্বেতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, আইনের ১৩২ ধারার কারণে থানায় খুনি পুলিশদের নামে মামলা নেয়া হয় না। আগামী ৩১শে মে’র মধ্যে এই ধারা বাতিল অথবা সংশোধন করতে হবে এবং আগামী ৩১শে মে’র মধ্যে সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করতে হবে। তারা এখন কোথায় আছে এবং কতোজন কার সহযোগিতায় দেশ ছেড়েছে তাদের তালিকাও প্রকাশ করতে হবে।
পরবর্তীতে কালচারাল ফ্যাসিস্ট, শিক্ষাঙ্গণ, চিকিৎসাঙ্গন, আইনাঙ্গন এবং গণমাধ্যমসহ বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ করা হবে বলে জানায় জুলাই ঐক্য।
পাঠকের মতামত
Good job
স্টাফ রিপোর্টার, লিষ্টটা দেয়া উচিত ছিল ।
এই সরকারের সেই সৎ সাহস থাকা উচিত - দেখা যাক কী হয় - নইলে শেকড়ে টান পরবে