দেশ বিদেশ
ভোটকেন্দ্র নীতিমালা ও আচরণবিধি নিয়ে আজ বৈঠকে বসছে ইসি
স্টাফ রিপোর্টার
২১ মে ২০২৫, বুধবাররাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধিমালা ও ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে আজ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এদিন সকাল সাড়ে ১০টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসি’র সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫; সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ ও বিবিধ বিষয় নিয়ে সভাটি অনুষ্ঠিত হবে।
ইসি কর্মকর্তারা জানান, ‘ভোটকেন্দ্র স্থাপন, স্থান পরিবর্তন ও পুনর্বিন্যাস সংক্রান্ত নীতিমালা ২০২৫’ শীর্ষক এই খসড়া বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নতুন নীতিমালা চূড়ান্ত হলে ভোটকেন্দ্রের খসড়া তৈরি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা, যা যাবে বিভাগীয় নির্বাচন কর্মকর্তার কাছে অনুমোদনের জন্য। পূর্বের নীতিমালার মতো আর কোনো জেলা কমিটি বা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন নেই। ফলে ভোটকেন্দ্র নির্ধারণের পুরো প্রক্রিয়াটি এককভাবে পরিচালিত হবে ইসি’র নিজস্ব প্রশাসনিক কাঠামোর মাধ্যমে।