ঢাকা, ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি

যশোর-কক্সবাজারে ১০ তলা হাসপাতাল নির্মাণের ব্যয় অনুমোদন

স্টাফ রিপোর্টার
২১ মে ২০২৫, বুধবার

যশোর ও কক্সবাজারে ১০তলাবিশিষ্ট দু’টি হাসপাতাল ভবন নির্মাণের ব্যয় অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। একই সঙ্গে কুমিল্লার পুলিশ লাইনের ভবন নির্মাণে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ তিন প্রকল্পে মোট ৪৭৬ কোটি ৫৬ লাখ ৯৩ হাজার ৬৯৫ টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, কক্সবাজার জেলায় ১০তলাবিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।  বৈঠকে আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যশোর জেলায় ১০তলাবিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এদিকে বৈঠকে, কুমিল্লার পুলিশ লাইন এলাকায় ১৫তলাবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। ২০২১ সালের ১৯শে আগস্ট সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনে বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় কুমিল্লার পুলিশ লাইন এলাকায় ১৫তলাবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের পূর্তকাজ যৌথভাবে টিবিইএল, এসটিআই এবং টিইসি পায়। তখন ব্যয় ধরা হয়েছিল ৬৫ কোটি ৯৮ লাখ ১ হাজার ৬১ টাকা। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় ফাউন্ডেশনের ড্রইং সংশোধন হওয়ায় টেন্ডারভুক্ত/টেন্ডারের কিছু আইটেম হ্রাস বা বৃদ্ধি হয়। ফলে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৬ কোটি ৬৮ লাখ ৯ হাজার ৩৮৪ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status