বিশ্বজমিন
‘ভারতের ওয়ারেন বাফেট’ খ্যাত রাকেশ ঝুনঝুনওয়ালা আর নেই
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ১৪ আগস্ট ২০২২, রবিবার, ৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৬ অপরাহ্ন

ভারতের স্টক বা শেয়ারবাজারে বিনিয়োগকারী, যাকে ‘ভারতের ওয়ারেন বাফেট’ হিসেবে আখ্যায়িত করা হয়, সেই রাকেশ ঝুনঝুনওয়ালা আর নেই। ৬২ বছর বয়সে রোববার খুব সকালে তিনি মারা গেছেন। রেখে গেছেন স্ত্রী ও তিন সন্তান। ধারণা করা হয়, তার নেট সম্পদের পরিমাণ ৬০০ কোটি ডলার। তিনি কলেজে পড়া অবস্থায় স্টক বা শেয়ার ব্যবসায় ঝুঁকে পড়েন। পেশায় তিনি ছিলেন একজন চার্টার্ড একাউন্টেন্ট। বাড়ি রাজস্থানে। কলেজ জীবনে শেয়ার ব্যবসা শুরু করার পর আস্তে আস্তে শেয়ার কেনাবেচার প্রতিষ্ঠান রেয়ার এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেন। বার্তা সংস্থা রয়টার্সকে পরিবারের একজন সদস্য বলেছেন, রাকেশজি মারা যাওয়ার সময় তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা পরিবেষ্টিত ছিলেন। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ড. প্রতীত সামদানি বলেছেন, রাকেশ ঝুনঝুনওয়ালার আকস্মিক হার্ট এটাক হয়েছিল। তার মৃত্যুর কারণ এটাই। তাকে স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছামাত্র তিনি মারা যান।
ভারতে একেবারে কম ভাড়ার একেবারে নতুন বিমান সংস্থা আকাশ এয়ার-এর প্রবর্তক ঝুনঝুনওয়ালাকে কয়েকদিন আগে এর উদ্বোধন অনুষ্ঠানে দেখা গেছে। তিনি ছিলেন শেয়ারবাজার বিষয়ে দক্ষ। এই ব্যবসায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের ব্যবসা বুঝতে তিনি নিজের দক্ষতা ব্যবহার করেছেন চমৎকারভাবে। এমন কথাই বলেছেন ভারতের অর্থনীতির রাজধানী বলে পরিচিত মুম্বইয়ের ব্যবসায়ী ও ব্যাংকাররা। এছাড়া অর্থনীতি ও কোম্পানি বিষয়ে তার অন্তর্দৃষ্টির জন্য তিনি হয়ে ওঠেন জনপ্রিয় একজন টিভি সেলিব্রেটি।