বিশ্বজমিন
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি হলেও তা নাজুক: বৃটেন
মানবজমিন ডেস্ক
(৯ ঘন্টা আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ৬:৩৮ অপরাহ্ন

বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি অত্যন্ত স্বাগত জানানোর যোগ্য হলেও তা খুবই নাজুক অবস্থায় রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বৃটেন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে যেন এই যুদ্ধবিরতি টিকে থাকে। পাকিস্তান সফরে থাকা ল্যামি সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জিও নিউজকে এক ফোন সাক্ষাৎকারে জানান, আমি গত চার বছরে প্রথম বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এখানে এসেছি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
পেহেলগামে সন্ত্রাসী হামলায় ভারতের অভিযোগ বিষয়ে প্রশ্ন করা হলে ল্যামি বলেন, এই হামলা ভয়াবহ ছিল। আমরা স্পষ্টভাবে সন্ত্রাসবাদকে নিন্দা জানাই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের সহানুভূতি রইল। তবে তিনি নিশ্চিত করেন যে ভারত সরকার এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে তাদের করা অভিযোগের কোনও প্রমাণ বৃটেনের সঙ্গে শেয়ার করেনি। তার বক্তব্য, আমি ভারতের কাছ থেকে তাদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার আশা করি না। আমাদের উদ্দেশ্য হলো দুই বন্ধু রাষ্ট্রকে একটি স্থায়ী যুদ্ধবিরতির পথে সহায়তা করা। ল্যামি বলেন, পাকিস্তানও বিগত সময়ে সন্ত্রাসবাদে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আলোচনার ফোকাস ছিল কীভাবে এই হুমকি দূর করে পারস্পরিক আস্থা গড়া যায়। সন্ত্রাসবাদ দমন করা সকলের দায়িত্ব। ভারত-পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি বলেন, দুই দেশের নেতৃত্ব এই উত্তেজনা প্রশমনে যে কৌশলী ও দূরদৃষ্টিসম্পন্ন ভূমিকা রেখেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, এই ভঙ্গুর চুক্তি দীর্ঘস্থায়ী হোক। আমরা এটা চাই। ল্যামি বলেন, বৃটেনে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূতরা পাশাপাশি বসবাস করেন। সাম্প্রতিক উত্তেজনায় উদ্বেগ তৈরি হলেও এই সম্প্রদায়গুলো দায়িত্বশীল আচরণ করেছে। তিনি জানান, এই সংকটের সময় বৃটিশ হাইকমিশন প্রায় ২০০০ কল পেয়েছে পাকিস্তান-ভারত উত্তেজনায় উদ্বিগ্ন বৃটিশ নাগরিকদের কাছ থেকে। তার সফরের একটি বড় উদ্দেশ্য হলো পাকিস্তান ও বৃটেনের মধ্যে বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক এবং পারস্পরিক সহায়তা আরও জোরদার করা। তিনি বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা শুধু দক্ষিণ এশিয়ার জন্য নয়, বৃটেনে বসবাসরত বৃহৎ দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর জন্যও গুরুত্বপূর্ণ।