ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

কেন্দুয়ায় উপহারের ঘরে আগুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, রবিবার
mzamin

নেত্রকোনার কেন্দুয়ায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন প্রধানমন্ত্রীর উপহারের ঘরে এবার আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গতকাল ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার বলাইশিমুল গ্রামে আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এর আগে গত ৩০শে জুন বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই প্রকল্পের নির্মাণাধীন ঘর ভাঙচুর করেছিল দুর্বৃত্তরা। খবর পেয়ে গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন অঞ্জনা খান মজলিশ, ইউএনও মাহমুদা বেগম, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জোনাঈ আফ্রাদ, কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম। সরজমিন দেখা যায়, নির্মাণাধীন ১৯টি ঘরের মধ্যে ৯/১০টি ঘরের চালে টিন লাগানো হয়েছে। এসব ঘরের ৭ ও ৮নং ঘরে পাটের মধ্যে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সূত্র জানায়, বলাইশিমুল গ্রামের হাওড়ের পাশে ১ একর ৮৭ শতাংশ জায়গা জুড়ে একটি খেলার মাঠ রয়েছে। ইতিমধ্যে মাঠে চার পাশে ৭৬ শতাংশ জায়গা দখল করে নিয়ে যায় পাশের ক্ষেতের মালিকরা। উপজেলা প্রশাসন মাঠের জায়গাটি দখলমুক্তকরণসহ দুই পাশে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রকল্প গ্রহণ করে। ঘর নির্মাণ কাজের প্রস্তুতি জেনে এলাকাবাসী মাঠ রক্ষার দাবিতে গত ২৮শে মে মাঠেই মানববন্ধন কর্মসূচি পালন করে।

বিজ্ঞাপন
 পরদিন ২৯শে মে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউএনও মাহমুদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া, ওসি আলী হোসেন মাঠে যান এবং আন্দোলনকারী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে মাঠের পূর্ব-উত্তর পাশে ঘর নির্মাণের সিদ্ধান্ত নিয়ে জায়গাটি মাপজোক করে চলে আসেন। পরের দিন ৩০শে মে একদিকে ঘর নির্মাণের জন্য ইট, বালুসহ অন্যান্য নির্মাণসামগ্রী পাঠিয়ে কাজ শুরু করা হয়। অপরদিকে ৩০মে মাঠ রক্ষার দাবি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে দেন। এই মামলার বাদী হন বলাইশিমুল গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান মণ্ডলসহ ৮ জন। মামলায় বিবাদী করা হয় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নেত্রকোনা জেলা প্রশাসককে।  এদিকে গত ৩০শে জুন রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত প্রকল্পে এসে পাহারারত গ্রাম পুলিশের প্রতি অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণাধীন ঘর ভাঙচুর করে। এ ঘটনার প্রায় আড়াই মাসের মাথায় এসে নির্মাণাধীন ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।  এ ব্যাপারে ইউএনও মাহমুদা বেগম বলেন, ঘর নির্মাণ কাজে সার্বক্ষণিক পুলিশ ও গ্রাম পুলিশ পাহারায় রাখা হয়েছিল। গত শুক্রবার ভোর রাতে একদল লোক এসে নির্মাণাধীন ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status