শেষের পাতা
ইশরাকের শপথ দাবিতে দ্বিতীয় দিনেও অবরুদ্ধ নগর ভবন
স্টাফ রিপোর্টার
১৬ মে ২০২৫, শুক্রবার
বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। কর্মসূচির অংশ হিসেবে গণঅবস্থান ও কর্মবিরতি পালন করেছেন তারা। ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি’র ঢাকা মহানগরের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতা। এ সময় ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন কার্যত অবরুদ্ধ করে ফেলেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। পরে নগর ভবনের মূল ফটক খুলে দিলে তারা ভেতরে আলাদা আলাদা জায়গায় জড়ো হয়েও বিক্ষোভ করেন। বুধবার প্রথম দিনের কর্মসূচি শেষে দুপুরের দিকে গতকালের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় অবস্থান।
সরজমিন দেখা গেছে, গুলিস্তানের গোলাপশাহ্ মাজার থেকে নগর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন কয়েকশ’ বিক্ষোভকারী। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টার দিকে সড়ক থেকে বিক্ষোভকারীরা সরে এলে সচল হয় যান চলাচল। এ ছাড়াও সড়কের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। ওদিকে, কর্মবিরতির অংশ হিসেবে নগর ভবনে প্রবেশের ফটকগুলোতে তালা মেরে দেন বিক্ষোভকারীরা। এতে নগর ভবনে সিটি করপোরেশনের সকল সেবাও বন্ধ হয়ে যায়। নগর ভবনে অবস্থিত স্থানীয় সরকার বিভাগের দপ্তরের প্রবেশমুখেও ঝুলছিল তালা।
নগর ভবনের সামনে আলাদা আলাদা জায়গায় একাধিক ব্যানারেও এ বিক্ষোভ করেন ইশরাক সমর্থকরা। বিক্ষোভকারীরা বলছেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেয়া হয়নি। তাই দ্বিতীয় দিনের মতো তারা কর্মসূচি পালন করছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ১৭ বছর শাসন করা আওয়ামী লীগকে আমরা রাজপথে নেমে সরিয়ে দিয়েছি, আপনাদের সরাতেও এক মুহূর্তও লাগবে না। এ সময় তারা ‘জনগণের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘অনির্বাচিত প্রশাসক বসানোর পাঁয়তারা, রুখে দিবে ঢাকা দক্ষিণ সিটির জনতা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ চলাকালে ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নগর ভবনে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেন সিটি করপোরেশনের শ্রমিক ও কর্মচারীরাও। এতে বন্ধ হয়ে যায় সিটি করপোরেশনের কার্যক্রম। অন্যদিকে, নগর ভবনের প্রবেশপথগুলো বন্ধ করে দিলে ওই ভবনে থাকা সরকারের স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। ওই বিভাগের কার্যক্রম গতকাল পরিচালিত হয়েছে সচিবালয় থেকে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন। তিনি বলেন, সিটি করপোরেশনের বিক্ষোভ হচ্ছে, ভবনে তালা দেয়া। এজন্য আমাদের নগর ভবনে অফিস করা সম্ভব হচ্ছে না। সচিবালয়ে আপাতত মন্ত্রণালয়ের কাজ করতে হচ্ছে।
আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা- টানা দুইদিনের কর্মসূচি পালনের পর তৃতীয় দিনের মতো কর্মসূচি ঘোষণা করেছে ইশরাকের সমর্থকরা। বিক্ষোভকারীদের পক্ষ থেকে সাবেক সচিব মশিউর রহমান নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, আগামী শনিবার আমরা শান্তিপূর্ণভাবে নগর ভবনে অবস্থান নেবো, সেখান থেকে আমরা প্রেস ক্লাব যাবো, প্রেস ক্লাব হয়ে সচিবালয় হয়ে পুনরায় আবার নগর ভবনে আসবো।