বিশ্বজমিন
রোহিঙ্গা শরণার্থীদের বহিষ্কারে ভারতের বিরুদ্ধে নিন্দা
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩১ অপরাহ্ন

গত সপ্তাহে কয়েকজন রোহিঙ্গা শরণার্থীকে নৌযান থেকে মিয়ানমারের জলসীমায় নামিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এবার ওই ঘটনার নিন্দা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ টম অ্যান্ড্রিউস। তিনি ওই ঘটনাকে বিবেকহীন ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
গত সপ্তাহে ভারতীয় কর্তৃপক্ষ কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থীকে দিল্লিতে আটক করে। এদের মধ্যে প্রায় চল্লিশ জনকে চোখ বেঁধে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। এরপর তাদেরকে ভারতীয় নৌযানে উঠানো হয়। নৌযানটি আন্দামান সাগরে প্রবেশ করলে ওই শরণার্থীদেরকে লাইফ জ্যাকেট দিয়ে পানিতে নামতে বাধ্য করা হয়। তাদেরকে সাঁতরে মিয়ানমারের একটি দ্বীপে যেতে বলে ভারতীয় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, তারা বেঁচে আছেন। তবে তাদের অবস্থা ও বর্তমান অবস্থান সম্পর্কে জানা যায়নি। অ্যান্ড্রিউস বলেন, যাদের আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তাদের প্রতি স্পষ্ট অবহেলা দেখে আমি উদ্বিগ্ন। ভারতের বিরুদ্ধে ১০০ জনের আরও একটি রোহিঙ্গা দলকে ভারতের আসাম রাজ্যের বন্দি শিবির থেকে বাংলাদেশের সীমান্তের কাছে স্থানান্তরিত করার অভিযোগ আছে। অ্যান্ড্রুস ভারত সরকারের প্রতি রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে অযৌক্তিক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তন বন্ধ করুন। ডিসেম্বরে ভারতে প্রায় ২২ হাজার ৫০০ জন নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ছিলো। তবে দেশটিতে অবস্থানরত অন্য শরণার্থীদের চেয়ে তারা বেশি অবহেলিত। ভারত সরকারের ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে তারা সেখানে অবহেলিত।
পাঠকের মতামত
জাতিসংঘ বরং কী করে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে পারে সেই উদ্যোগ নিক।