বিশ্বজমিন
উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
মানবজমিন ডেস্ক
(২২ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩১ অপরাহ্ন

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এবার ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। প্রিটোরিয়ার তরফে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে যাবার কথা তার। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এ সপ্তাহে পুনর্বাসনের লক্ষ্যে বেশ কয়েকজন শেতাঙ্গ আফ্রিকানকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এ নিয়ে মোটেও সন্তুষ্ট নন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। এর আগে ওই শেতাঙ্গ আফ্রিকানদের ভীতু বলে অভিহিত করেন তিনি। বলেন, তারা শীঘ্রই যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসবেন। বুধবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ করতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন রামাফোসা। হোয়াইট হাউসের তরফে অবশ্য বৈঠক সম্পর্কে কিছু বলা হয়নি। জানুয়ারিতে ডনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকে ওয়াশিংটন-প্রিটোরিয়া সম্পর্কে টানাপোড়েন চলছে। ট্রাম্প বেশ কয়েকবার রামাফোসা সরকারের সমালোচনা করেছেন। দক্ষিণ আফ্রিকার ভূমি সংস্কার নীতি ও আন্তর্জাতিক বিচার আদালতে মিত্র ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার বিষয়টি উল্লেখ করে ফেব্রুয়ারিতে দেশটিকে দেয়া সকল তহবিল বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন।