বিশ্বজমিন
নাকবা’কে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসকে রাশিদা তালিবের প্রস্তাব
মানবজমিন ডেস্ক
(২২ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩১ অপরাহ্ন

বুধবার মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা তালিব ফিলিস্তিনের নাকবাকে স্বীকৃতি দেয়ার জন্যে একটি প্রস্তাব উত্থাপন করেছেন। ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠাকে কেন্দ্র করে লাখ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়। ওই ঘটনা ‘নাকবা’ নামে পরিচিত। এক বিবৃতিতে রাশিদা বলেন, নাকবা কখনো শেষ হয়নি। তিনি বলেন, গাজায় আজ আমরা ইসরাইলি বর্ণবাদী শাসনব্যবস্থার গণহত্যা প্রত্যক্ষ করছি। এটি ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার এক অভিযান। নাকবার ৭৭ বছর পূর্তি উপলক্ষে ফিলিস্তিনের জাতিগত নির্মূল অভিযান শুরুর পর থেকে গাজায় যারা নিহত হয়েছেন এবং যারা বাস্তুচ্যুত হয়েছেন আমরা তাদেরকে সম্মান জানাই। প্রিয়জন হারানোর যে ক্ষত তাদের মধ্যে তৈরি হয়েছে তা পূরণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, ন্যায়বিচারের মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
উল্লেখ্য, ২রা মার্চ থেকে গাজায় সকল খাদ্য ও সহায়তা উপকরণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। এতে গাজায় দুর্ভিক্ষ অবস্থা দেখা দিয়েছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে কমপক্ষে ৫২ হাজার ৯০০ ফিলিস্তিনি শিশু ও নারী ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।