ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর

ফেরত পাঠাতে যোধপুর থেকে ১৪৮ কথিত বাংলাদেশিকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে

মানবজমিন ডেস্ক

(১ দিন আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১২:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৯ অপরাহ্ন

mzamin

ফেরত পাঠানোর জন্য যোধপুর থেকে কথিত ১৪৮ বাংলাদেশি অভিবাসীকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র বলেছে, বিশেষ অভিযানে রাজস্থানের বিভিন্ন জায়গা থেকে আটক করা ব্যক্তিদের মধ্যে প্রথম ব্যাচে ১৪৮ জন কথিত বাংলাদেশি অভিবাসীকে বুধবার বিশেষ ফ্লাইটে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। উদ্দেশ্য তাদেরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা। রাজস্থানের ১৭টি জেলায় এ পর্যন্ত অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে এক হাজার ৮ জন অভিবাসীকে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। সূত্রের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয়েছে, ২২শে এপ্রিল পেহেলগাম হামলার পর গোয়েন্দা এজেন্সিগুলো ওই ১৪৮ জনকে জয়পুর অঞ্চল থেকে শনাক্ত করে। পরে তাদেরকে আটক করা হয়। প্রথমে তাদেরকে জয়পুরের বন্দিশিবির থেকে পুলিশের বাসে করে নিয়ে যাওয়া হয় যোধপুরে। এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করে পুলিশ। সেখান থেকে একটি বিশেষ ফ্লাইটে তাদেরকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়। এ সময় সমন্বয়ের কাজ করেন পুলিশের সিনিয়র কর্মকর্তারা। 

গোয়েন্দা সূত্র অনুযায়ী, এসব অভিবাসীকে পশ্চিমবঙ্গে আটক রাখা হবে। পরবর্তী ব্যবস্থা নিয়ে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে বিএসএফ। এক্ষেত্রে সমন্বয় করছে পুলিশ ও বিএসএফ। রিপোর্টে বলা হয়, এ বিষয়ে এরই মধ্যে বাংলাদেশকে অবহিত করা হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, এটা অব্যাহত প্রক্রিয়ার অংশ। জয়পুরে আমাদের আরও দুটি বন্দিশিবির আছে। একটি আলওয়ারে। সেখানে এত বন্দিকে রাখার জন্য স্থান নেই। সামনের সপ্তাহগুলোতে অধিক পরিমাণ মানুষকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এ প্রক্রিয়ার ওপর আমাদের নিবিড় দৃষ্টি আছে। উল্লেখ্য, বাংলাদেশের কথিত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে এবং তাদেরকে ফেরত পাঠাতে ৩০শে এপ্রিল পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। সূত্র বলেছেন, অনুপ্রবেশকারীদেরকে রাখা হয়েছিল জয়পুরের দুটি বন্দিশিবিরের একটিতে। তাদেরকে ফেরত পাঠানোর প্রথম ফেজে ১৪৮ জনকে পাঠানো হয় যোধপুরে। সেখান থেকে চূড়ান্ত দফায় তাদেরকে ফেরত পাঠানোর জন্য পাঠিয়ে দেয়া হয়েছে পশ্চিমবঙ্গে। 

ওই সূত্রটি আরও বলেছেন, বাংলাদেশি সব অবৈধ অভিবাসীকে শনাক্ত ও দেশে ফেরত না পাঠানো পর্যন্ত এই প্রক্রিয়া চলতেই থাকবে। রাজস্থানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযানের অধীনে স্থাপন করা ৬টি বন্দিশিবিরে রাখা হচ্ছে। এর মধ্যে একটি করে বন্দিশিবির আছে আলওয়ার, উদয়পুর, নাগাউর এবং বেহরোরে। দুটি স্থাপন করা হয়েছে জয়পুরে। রিপোর্টে বলা হয়েছে, সবচেয়ে বেশি ৩৯৪ জন অভিবাসীকে শনাক্ত করে আটক করা হয়েছে শিকার এলাকা থেকে। এর বেশির ভাগই ইটভাটায় কাজ করতেন। এক দশকের বেশি সময় তারা ওই জেলায় বসবাস করছিলেন। সূত্রমতে পুরো জয়পুর রেঞ্জ থেকে ৭৬১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status