খেলা
মেসি নাকি ম্যারাডোনা স্কালোনির কাছে কে সেরা
স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
দিয়েগো ম্যারাডোনা নাকি লিওনেল মেসি, সর্বকালের সেরা ফুটবলার কে? এ নিয়ে চলমান রয়েছে অনেক বিতর্ক। তবে ২০২২ বিশ্বকাপের পর এ দুই আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলারকে নিয়ে আলোচনা পায় নতুন মাত্রা।
ম্যারাডোনা আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক। আর ৩৬ বছর পর সেই আনন্দ আর্জেন্টাইনদের ফিরিয়ে দেন মেসি। মেসির হাত ধরেই ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তোলে আর্জেন্টিনা। ফুটবলের এই দুই মহাতারকার মধ্যে সেরা বেছে নিতে দ্বিধায় পড়তে দেখা যায় আর্জেন্টাইন সমর্থকদেরও। একই রকম দ্বিধায় পড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিও। তবে শেষ পর্যন্ত দু’জনের মধ্যে মেসিকেই বেছে নেন আর্জেন্টাইন কোচ। স্প্যানিশ সাংবাদিক ও ইউটিউবার চিরো লোপেজকে এর ব্যাখ্যাও দেন স্কালোনি। স্কালোনি বলেন, ‘আমি লিওর (মেসি) পক্ষে থাকবো। আমি তাকে দেখেছি এবং জানি সে কেমন। আসলে তাদের মধ্যে তুলনা করা ঠিক নয়। কারণ, আপনাকে মূলত তাদের খেলা উপভোগ করতে হবে। আমি নিশ্চিত, তাদের যে কেউই সত্তরের, আশির বা নব্বইয়ের দশকে খেলতে পারতো এবং এ সময়েও খেলতে পারে। কারণ, ভালো খেলোয়াড় সব সময়ই ভালো খেলোয়াড়।’ দলের প্রতি মেসির নিবেদনের দৃষ্টান্ত তুলে ধরে স্কালোনি বলেন, ‘সবাই একরকম না। ফুটবলের দিক থেকে তারা দু’জনই প্রতিভাবান। তবে তাদের ব্যক্তিত্ব আলাদা। নিজেদের মতো করে তারা দু’জনই নেতা। লিও এটি অন্যভাবে দেখায়। আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারি। কলম্বিয়ার বিপক্ষে ২০২১ কোপা আমেরিকায় তার পেশিতে সমস্যা হচ্ছিল। সে ড্রেসিংরুমে এসে ফিজিওর কাছ থেকে মালিশ করিয়ে নেয়। পরে সে এমনভাবে মাঠে ফিরে যায় যেন কিছুই হয়নি।’ এরপর স্কালোনি ফিরে যান ১৯৯৩ সালে ম্যারাডোনার নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে আগমনের মুহূর্তে, ‘তাকে (ম্যারাডোনা) স্বাগত জানাতে যুব দলের সবাই মিলে বিখ্যাত সেই পতাকা উন্মোচনের অনুষ্ঠান করেছিল। একটি ছবি আছে, যেখানে আমি তার পাশে দাঁড়িয়ে আছি। আমাদের জন্য, তাকে অনুশীলন করতে দেখতে যাওয়াটাই ছিল অসাধারণ এক অভিজ্ঞতা।’