দেশ বিদেশ
প্রথম ফ্লাইটে সিলেট থেকে হজে গেলেন ৪১৮ যাত্রী
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৫ মে ২০২৫, বৃহস্পতিবারসিলেট থেকে প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৮ জন যাত্রী। বুধবার বিকাল সাড়ে ৮টায় এ ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। প্রথম ফ্লাইটের যাত্রীরা প্রথমে মদিনা যাবেন। এরপর তারা হজের জন্য মক্কায় ফিরবেন। এ বছর পাঁচটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে প্রথম ফ্লাইট যাচ্ছে সরাসরি মদিনায়। বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯শে মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজযাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে। এ ছাড়া সিলেটের অনেক প্রবাসী এবার হজে যাচ্ছেন বলে জানান তারা। সিলেট থেকে এ বছর ২ হাজার ৭শ’ জন হজে যাচ্ছেন। তাদের মধ্যে ২ হাজার ৯০ জন সিলেট থেকে বিমানের ফ্লাইটে এবং অন্যরা যাবেন ঢাকা থেকে।