ঢাকা, ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

চার হাজার কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা পল্লী বিদ্যুৎ এসোসিয়েশনের নিন্দা

স্টাফ রিপোর্টার
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার

পল্লী বিদ্যুৎ সমিতিতে গত চার মাসে প্রায় চার সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে চাকরিচ্যুতি, বদলি সংযুক্তিসহ হয়রানিমূলক পদক্ষেপ নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীদের সংগঠন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন-বাপবিএ। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করে, শহর থেকে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের মতো জরুরিসেবা খাতের সংস্কার চাওয়ায় তাদের নিয়ন্ত্রক সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড- বিআরইবি কর্তৃক বিনা নোটিশে ২৯ জনকে চাকরিচ্যুত, মামলা-রিমান্ড-গ্রেপ্তার, বরখাস্ত ও সংযুক্তির পাশাপাশি গত চার মাসে প্রায় চার হাজার সহকর্মীকে শাস্তিমূলকভাবে নিজে জেলা হতে কয়েকশত কিলোমিটার দূরত্বে বদলি করা হয়েছে।  এরমধ্যে হয়রানিমূলক বদলির শিকার লাইন ক্রু প্রায় ৬৭৩ জন, জুনিয়র ইঞ্জিনিয়ার ৫৮৯ জন, ইসি ২৯০ জন, পিউসি ১২১ জন, বিলিং সুপারভাইজার ৩০৮ জন, এজিএম ৫৮০ জন , ডিজিএম ১৭৯ জন, সিনিয়র জিএম/জিএম ৩৬ জন, অন্যান্য ৯০৭ জনসহ সর্বমোট ৩৬৮৩ জন। তাদের দাবি, সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্যই আন্দোলনের অজুহাতে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি থেকে শাস্তিমূলকভাবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই বদলি করা হচ্ছে।
তাদের অভিযোগ সবশেষ গত ১২ই মে তারিখেও পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক ৯০ জন জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) সহ আরও ৩৯৫ জন লাইনক্রুকে হয়রানিমূলক বদলি আদেশ জারি করা হয়েছে। এতে কর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 
এমতাবস্থায়, পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মীর যৌক্তিক দাবিকে গুরুত্বের সাথে বিবেচনা করে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, সংযুক্ত ও সাময়িক বরখাস্তদের স্বপদে বহালসহ বিশেষজ্ঞ কমিটির পল্লী বিদ্যুৎ সংস্কারের রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা। 
প্রেসবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন, পল্লী বিদ্যুৎ সমিতির ভুক্তভোগী এজিএম মনির হোসেন, ভুক্তভোগী কর্মী গোলাম মোস্তফা (এমআরসিএম), মইনুল ইসলাম (লাইন টেকনিশিয়ান), হাসানুজ্জামান (জুনিয়র ইঞ্জিনিয়ার) প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status