দেশ বিদেশ
তারেক রহমানের পক্ষে ঘর নির্মাণের অর্থ দিলেন ব্যারিস্টার সালাম
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৫ মে ২০২৫, বৃহস্পতিবারসিলেটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনলাইন পোর্টাল আজকের সিলেটের ফটো সাংবাদিক ও এনটিভি ইউরোপের ক্যামেরা পার্সন সুহেল আহমদের গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ ও তার প্রতিবন্ধী মেয়েকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম এই উপহার প্রদান করেন। বুধবার দুপুরে সিলেট প্রেস ক্লাবে আয়োজিত এই উপহার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যারিস্টার এম এ সালাম বলেন, তারেক রহমান সব সময় নিপীড়িত-নির্যাতিত অসহায় মানুষের পাশে দাঁড়ান। দেশের যে প্রান্তে কোনো অসহায় মানুষের সংবাদ পান সেখানেই তার সহযোগিতা পৌঁছে দেন। বিশেষ করে ৫ই আগস্টের পর ছাত্র-জনতার গণআন্দোলনে যারা নিহত কিংবা আহত হয়েছেন, তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সাবেক সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসাইন, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, দৈনিক জৈন্তা বার্তা সম্পাদক ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ হাবিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মাসুদ আহমদ মুমিত প্রমুখ।