ঢাকা, ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ল্যাবএইড হাসপাতালের লিড গোল্ড সনদ অর্জন

অর্থনৈতিক রিপোর্টার
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার বাংলাদেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দু’টি ঐতিহাসিক অর্জন বয়ে এনেছে, যা দেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা। হাসপাতালটি প্রথম বাংলাদেশি হাসপাতাল হিসেবে লিড গোল্ড সনদ অর্জন করেছে, এবং বিশ্বখ্যাত আন্তর্জাতিক ম্যাগাজিন ‘এন্ট্রাপ্রেনার’-এ এর সফলতার প্রতিবেদন ছাপা হয়েছে। ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি  সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা সাকিফ শামীম বলেন, এটি শুধু ল্যাবএইডের জন্য নয়, বরং বাংলাদেশের জন্যও একটি গর্বের মুহূর্ত। লিড গোল্ড সনদ অর্জন এবং একই সঙ্গে ‘এন্ট্রাপ্রেনার’ ম্যাগাজিনে আমাদের প্রতিবেদন প্রকাশ প্রমাণ করে যে, আমরা রোগীকেন্দ্রিক ও টেকসই পরিবেশে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করছি, যা আন্তর্জাতিক চিকিৎসাসেবার সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে। ফলে, বাংলাদেশের মানুষ নিজ দেশে বসেই এমন চিকিৎসা পাচ্ছেন যা তারা বিদেশে গিয়ে আশা করেন। তাই তারা নিশ্চিন্তে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের চিকিৎসা ব্যবস্থাপনার ওপর আস্থা রেখেছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সময়ের পরিক্রমায় বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত আন্তর্জাতিক মানের চিকিৎসা এবং পরিবেশগত দায়িত্ব পালনে সক্ষম, এ অর্জন তাই প্রমাণ করে। লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) হলো বিশ্বের শীর্ষ গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম, যা কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নকশা, বিশ্বমানের শক্তি সাশ্রয়ের সক্ষমতা এবং স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ যাচাই করে সনদপত্র প্রদান করে থাকে।
হাসপাতালটি বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি পরিবেশগত দায়বদ্ধতা না এড়িয়ে আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করার স্বীকৃতিস্বরূপ ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে লিড গোল্ড সনদ অর্জন করে। ২০২০ সালে প্রতিষ্ঠিত, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্য ছিল বাংলাদেশে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা প্রদান করা, যাতে বাংলাদেশের রোগীদের বেশি টাকা খরচ করে বিদেশে গিয়ে চিকিৎসা সেবা নিতে না হয়।
এরই লক্ষ্যে কয়েক বছরের মধ্যেই হাসপাতালটি ১০ লাখেরও বেশি রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেছে এবং ২০০০-এরও বেশি অস্ত্রোপচার সম্পন্ন করেছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে উন্নত স্বাস্থ্যসেবার একটি নতুন মাপকাঠি স্থাপন করেছে। লাবএইডের ক্যান্সার চিকিৎসার আধুনিক পদ্ধতি যেমন জেন থেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এবং আধুনিক রেডিওথেরাপি কৌশল বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেছে ‘এন্ট্রাপ্রেনার’।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status