দেশ বিদেশ
সচিবালয়ে বিএসআরএফ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ফল উৎসব অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
১ জুলাই ২০২৫, মঙ্গলবারবাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও বিভিন্ন ফলের সমাহারে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ শেষে ফল উৎসব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসআরএফ’র সভাপতি মাসউদুল হক, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ফল উৎসব উপলক্ষে সমবেত হয়েছিলেন সংগঠনের সদস্যরা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ উৎসব। উৎসবে স্থান পায় আম, জাম, কাঁঠাল, লিচু, আমড়া, লটকন, ড্রাগন, আনারসহ নানা জাতের ফল।