দেশ বিদেশ
দ্বিতীয় দিনের পরীক্ষা দিলেন আনিসা আহমেদ
বাঙলা কলেজ সংবাদদাতা
৩০ জুন ২০২৫, সোমবার
মায়ের অসুস্থতার কারণে প্রায় দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে এসেছিলেন এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ। দেরিতে কেন্দ্রে আসায় প্রথম পরীক্ষা দিতে পারেননি তিনি। তবে আনিসা আহমেদ দ্বিতীয় পরীক্ষায় অংশ নিয়েছেন। রোববার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আনিসা ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন।
কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, আনিসা সকাল ৯টার কিছু পরে কেন্দ্রে পৌঁছান এবং নির্ধারিত সময়েই পরীক্ষায় অংশগ্রহণ করেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। একইসঙ্গে সরকারি বাঙলা কলেজের অধ্যাপক কামরুল হাসান জানান, কোনো ধরনের জটিলতা ছাড়াই পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।
আনিসা আহমেদের মা সুবর্ণা আহমেদ বলেন, আমার মেয়ে দ্বিতীয় পরীক্ষায় অংশ নিয়েছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, যেন সে ভালোভাবে পরীক্ষা দিতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয় গত বৃহস্পতিবার। তবে ওই দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় দেরিতে কেন্দ্রে পৌঁছানোর কারণে আনিসাকে হলে ঢুকতে দেয়া হয়নি। বাবা নেই আনিসার। এদিন সকালে তার মা অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণেই পরীক্ষা কেন্দ্রে আসতে দেরি হয় তার। পরে কেন্দ্রের সামনে কান্নারত অবস্থায় তার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে মানবিক বিবেচনায় আনিসাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানান। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার আশ্বাস দেয়।
পাঠকের মতামত
আনিসা' র শুভকামনা। প্রথম পরীক্ষা দিতে না পারা, দেরীতে কেন্দ্রে আসা ইত্যাদির জন্য আনিসা হয়তো দায়ী নয় তবে নিয়মের কাছে আমরা সবাই দায়বদ্ধ। পরীক্ষার চাইতে অধিক গুরুত্বপূর্ণ ছিল ঐদিন অসুস্থ মা কে এ্যাটেন্ড করা। ঐ একটা পরীক্ষা সে পরবর্তীতে বা আগামী বছর দিতে পারবে। এটি নিয়ে মানবিক, অমানবিক আলোচনা না করে এই পাবলিক পরীক্ষার নিয়ম মেনে চলাই উত্তম।
এই মেয়ে মিডিয়ার রিলেটিভ ?