ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

পাক-ভারত সংঘাতে যুদ্ধবিমান ধ্বংসের স্বীকারোক্তি নিয়ে রাজনৈতিক বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা
১ জুলাই ২০২৫, মঙ্গলবার

ইন্দোনেশিয়ায় একটি সেমিনারে সেখানকার দূতাবাসের ভারতীয় প্রতিরক্ষা অ্যাটাশে’ স্বীকার করেছেন, পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে তিনি মন্তব্য করেছেন, রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কাছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো হারাতে হয়েছে। ভারতের যুদ্ধবিমান ধ্বংসের একাধিকবার স্বীকারোক্তি নিয়ে ভারতের বিরোধী কংগ্রেস দল মোদি সরকারের তীব্র সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, কেন সরকার জাতিকে বিভ্রান্ত করছেন। কেনই বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী দলকে আস্থায় নেয়ার জন্য সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করতে ‘অস্বীকৃতি’ জানাচ্ছেন এবং কেন সংসদের বিশেষ অধিবেশনের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা অ্যাটাশে ক্যাপ্টেন (ভারতীয় নৌবাহিনী) শিব কুমার ইন্দোনেশিয়ায় একটি সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন, ভারতীয় বিমান বাহিনী ৭ই মে রাতে পাকিস্তানে সন্ত্রাস-সংশ্লিষ্ট স্থানগুলোতে লক্ষ্যবস্তু করার সময় পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারিয়েছিল। এর আগে যুদ্ধে ক্ষয়ক্ষতির বিষয়ে তির্যক বাক্য উল্লেখ ছিল ডিজি এয়ার অপস (এয়ার মার্শাল অবধেশ কুমার ভারতী) যখন এক ব্রিফিংয়ে বলেছিলেন, আমরা একটি যুদ্ধ পরিস্থিতিতে আছি এবং ক্ষয়ক্ষতি যুদ্ধের একটি অংশ। এরপর সিঙ্গাপুরে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান বিমান ধ্বংসের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ, সমাজমাধ্যমে এই সংক্রান্ত মিডিয়া রিপোর্ট শেয়ার করে লিখেছেন, কেন প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করতে এবং বিরোধীদের আস্থায় নিতে অস্বীকৃতি জানাচ্ছেন? কেন সংসদের বিশেষ অধিবেশনের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে? কংগ্রেসের প্রচার প্রধান পবন খেরাও একই মিডিয়া রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেছেন, মোদি সরকার শুরু থেকেই জাতিকে বিভ্রান্ত করেছেÑ অপারেশন সিঁদুরের সময় বিমানের ক্ষতি প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। প্রবল খেরা সমাজমাধ্যমে বলেন, সিঙ্গাপুরে শাংগ্রি-লা সংলাপের ফাঁকে ব্লুমবার্গ টিভির সঙ্গে কথা বলার সময় আমাদের ক্ষয়ক্ষতির প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি করার দায়িত্ব প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল অনিল চৌহানের উপর ছেড়ে দেয়া হয়েছিল। আর এখন, ক্যাপ্টেন শিব কুমারের আরেকটি চমকপ্রদ তথ্য প্রকাশে এটি উঠে এসেছে যে, ভারতীয় বিমান বাহিনী ৭ই মে রাতে পাকিস্তানের সন্ত্রাস-সংশ্লিষ্ট স্থানগুলোতে লক্ষ্যবস্তু করার সময় পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারিয়েছিল শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বের বাধার কারণে। কংগ্রেস নেতা পবন খেরাও দাবি করেছেন যে, সরকার কংগ্রেসকে ভয় পেয়েছে। কারণ তারা নিশ্চিত নয় যে, বিরোধী দল কী প্রকাশ করতে পারে। তিনি বলেন, এটা বিস্ময়ের কিছু নয় যে, তারা মহামারির মতো সংসদের বিশেষ অধিবেশনের জন্য বিরোধীদের দাবি এড়িয়ে যাচ্ছে।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status