দেশ বিদেশ
১ কিলোমিটার দৌড়ে আসামি ধরলো পুলিশ
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৫ মে ২০২৫, বৃহস্পতিবারসেলুনে চুল কাটছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিপ্লব এমন সংবাদ পেয়ে অভিযানে যায় পুলিশ। পুলিশকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে সে। অন্যদিকে, আসামিকে ধরতে পেছনে পেছনে ছুটে পুলিশ। এভাবে প্রায় ১ কিলোমিটার যাওয়ার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে বিপ্লব। তার কাছ থেকে উদ্ধার করা হয় চাপাতি। মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জে নতুন বান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত বিপ্লব উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর গ্রামের শামীম চৌকিদার ওরফে আক্কল চৌকিদারের ছেলে। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক লিয়াকত হোসেন বলেন, সাংবাদিক নাজমুল হোসেন অন্তর হত্যাচেষ্টা মামলার আসামি বিপ্লব বান্দুরা বাজারে চুল কাটাচ্ছেন- এমন সংবাদ পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বান্দুরা এলাকায় যাই। আমাদের দেখে বিপ্লব দৌড় দিলে আমরাও তার পেছনে ছুটে প্রায় ১ কিলোমিটার দৌড়ে বিপ্লবকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় বিপ্লবের হাতে একটি দেশি অস্ত্র চাপাতি ছিল। যা দিয়ে তিনি পুলিশের ওপর আক্রমণ করতে আসে। তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, সাংবাদিকের বাবা বাদী হয়ে মামলা করার পর আমরা বেশ কয়েকটি অভিযান করি। শুরুতেই ঘটনার সঙ্গে জড়িত থাকা চপলকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে এ ঘটনায় জড়িত ইখতিয়ারকে গ্রেপ্তার করি। বিপ্লবের বিরুদ্ধে দোহার ও নবাবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।