বিশ্বজমিন
যুক্তরাষ্ট্রে যাওয়া শ্বেতাঙ্গরা ভীতু: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
মানবজমিন ডেস্ক
(৩ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৬:৪৭ অপরাহ্ন

পুনর্বাসনের জন্য সোমবার দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন আফ্রিকার ৫৯ শেতাঙ্গ। তবে তাদের দেশ ছাড়ায় নাখোশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দেশ ছাড়ায় ওই সকল শেতাঙ্গকে ‘ভীতু’ বলে অভিহিত করেছেন তিনি। বলেছেন, শীঘ্রই তারা যুক্তরাষ্ট্র থেকে পুনরায় ফিরে আসবেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা জাতিগত বৈষম্যের শিকার। এর পরিপ্রেক্ষিতে তিনি তাদের জন্য যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন। তবে রামাফোসা বলেন, যারা দক্ষিণ আফ্রিকা থেকে চলে যেতে চেয়েছিলেন তারা অতীতের বর্ণবাদী বৈষম্য মোকাবেলার প্রচেষ্টায় সন্তুষ্ট নন। দক্ষিণ আফ্রিকান হিসেবে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সমস্যা থেকে পালিয়ে যাই না। আপনারা পালিয়ে যাচ্ছেন তার মানে আপনারা ভীতু।
এদিকে ডনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক অভিযোগ করেছেন, দক্ষিণ আফ্রিকায় শেতাঙ্গ কৃষকদের ওপর গণহত্যা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র অবশ্য দক্ষিণ আফ্রিকার সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ না দিয়ে শেতাঙ্গ কৃষকদের জমি দখলের অভিযোগও করেছে। শ্বেতাঙ্গদের সংখ্যালঘুদের দীর্ঘ শাসনের অবসান হয়েছে প্রায় ৩০ বছর। এরপরও উৎকৃষ্ট কৃষি জমির সামান্য ভাগ দেশটির কৃষ্ণাঙ্গদের হাতে রয়েছে। জানুয়ারিতে প্রেসিডেন্ট রামাফোসা একটি বিতর্কিত আইন স্বাক্ষর করেন। এতে বলা হয়, সরকার চাইলে নির্দিষ্ট পরিস্থিতিতে ক্ষতিপূরণ ছাড়াই ব্যক্তিমালিকানাধীন জমি দখল করতে পারবে। তবে সরকারের তরফে বলা হয়েছে, ওই আইনের অধীনে এ পর্যন্ত কোনো জমি বাজেয়াপ্ত করা হয়নি। এদিকে শেতাঙ্গ আফ্রিকানদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের প্রস্তাব দিয়ে ট্রাম্প বলেন, তারা দক্ষিণ আফ্রিকার ভয়াবহ পরিস্থিতি থেকে পালিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য যাওয়া শেতাঙ্গদেরকে উল্লেখ করে রামাফোসা বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি, যারা যুক্তরাষ্ট্রে গেছেন তারা অতি শীঘ্রই ফিরে আসবেন। যারা চলে গেছেন তারা ভীতু। তার ‘ভীতু’ মন্তব্যে অবশ্য বেশ কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ক্ষুব্ধ হয়েছেন। এটিকে তারা শ্বেতাঙ্গদের অপমান বলে অভিহিত করেছেন।