বিশ্বজমিন
মুখোমুখি আলোচনায় ভয় পাচ্ছেন পুতিন: জেলেনস্কি
মানবজমিন ডেস্ক
(২ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৬:১৭ অপরাহ্ন

মুখোমুখি আলোচনায় বসতে ভয় পাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এএফপি’র বরাতে এ খবর দিয়েছে গালফ টুডে। এতে বলা হয়, চলতি সপ্তাহে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কিয়েভের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন পুতিন। তবে ওই আলোচনায় পুতিন অনুপস্থিত থাকলে জেলেনস্কি তাতে যোগ দেবেন না বলে জানিয়েছেন। বলেছেন, বৃহস্পতিবারের আলোচনায় রুশ প্রেসিডেন্টকে উপস্থিত থাকতে হবে। অন্যথায় ওই আলোচনায় আমি যোগ দেব না। রাশিয়ার নেতা মুখোমুখি বসতে ভয় পাচ্ছেন বলেও খোঁচা দেন জেলেনস্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে সংঘাত হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যেটি এখন পর্যন্ত ৩ বছরের বেশি সময় পার করেছে। এই সংঘাত বন্ধে বেশ জোর দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে কিয়েভের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ক্রেমলিন। তবে এই আলোচনায় পুতিন উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি।
পাঠকের মতামত
ছোট মুখে বড় কথা ! পুতিন যদি জেলেনোস্কির সাথে না বসে তার অর্থ নয় সে ভয় পায় ?