খেলা
ভারতের স্কুলের চেয়ে বাংলাদেশ জাতীয় দলের সুযোগ-সুবিধা কম!
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৫:৫০ অপরাহ্ন

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন নাসির হোসেন। গতকাল রাতে সেলিব্রেটি ক্রিকেট লীগের ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে নাসির মন্তব্য করেন, বাংলাদেশের ক্রিকেটের সুযোগ সুবিধা নিয়ে। এক প্রশ্নের জবাবে নাসির গণমাধ্যমকে বলেন,‘আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি সেভাবে চিন্তা করেন, আমি বলবো যে ভারতের একটা স্কুলে যে সুযোগ-সুবিধা আছে। আমাদের জাতীয় দলে সেটি নেই। সেই অনুযায়ী বলবো যে বাংলাদেশ ভালো খেলে। তবে আরও ভালো খেলার সুযোগ ছিল, ভালো খেলতে পারতো। আশা করি, সব সময় ভালো খেলুক এবং দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসুক।’
আইসিসির নিষেধাজ্ঞা কাটানোর পর নাসির চলতি বছরের এপ্রিলে সর্বশেষ ঢাকা লীগে খেলেন। ৭ বছরের লম্বা বিরতি হলেও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন নাসির। নিজের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে এ ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশে সবই সম্ভব ভাই। আসল কথা হচ্ছে, যদি আপনার সুযোগ-সুবিধা থাকে, জাতীয় দলে অবশ্যই আবার খেলতে পারবেন। ইনশাআল্লাহ সামনের বার প্রিমিয়ার লীগ খেলবো। ডিপিএল খেলবো। জাতীয় দলে বললেই তো হবে না। পারফর্ম করে খেলতে হবে। চেষ্টা করবো পারফর্ম করে আসার।’
২০১১ থেকে ২০১৮ পর্যন্ত ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেন নাসির। আন্তর্জাতিক ক্রিকেটে ১১৫ ম্যাচে তার রানসংখ্যা ২৬৯৫। রয়েছে ২ সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি। বোলিংয়ে এ নেন ৩৯ উইকেট।
পাঠকের মতামত
নাসিরের জন্য অনেক দোয়া।সে যেন আবারও জাতীয় দলে অভিষিক্ত হয়,সে জন্য দোয়া করি।।