বিশ্বজমিন
গাজায় রাতভর ইসরাইলি হামলা, শিশু ও নারীসহ নিহত কমপক্ষে ৪৮
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৪:৫৪ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইসরাইল। এতে শিশু ও নারীসহ কমপক্ষে ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতাল থেকে ওই তথ্য দেয়া হয়েছে। ইন্দোনেশিয়ার অর্থায়নে পরিচালিত ওই হাসপাতালের তরফে বলা হয়, নিহতদের মধ্যে ২২জন শিশু ও ১৫ জন নারী। জাবালিয়ার কয়েকটি বসতবাড়ি ও শরণার্থী শিবিরকে লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। এতে প্রাণ হারান ওই ফিলিস্তিনিরা। অনলাইনে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, কমপক্ষে এক ডজন মৃতদেহ মাটিতে পড়ে আছে। নিজেরদের ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে রকেট হামলার অভিযোগ করেছে ইসরাইলি সামরিক বাহিনী। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে তারা জাবালিয়া ও এর আশেপাশের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক জারি করে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান টম ফ্লেচার সংস্থাটির নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি গাজায় গণহত্যা রোধে পদক্ষেপের আহ্বান জানানোর পর নিরীহ ফিলিস্তিনিদের ওপর ওই হামলা করলো ইসরাইল।
মঙ্গলবার নিউইয়র্কে একটি সভায় বক্তৃতাকালে তিনি ইসরাইলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের ওপর অমানবিক পরিস্থিতি চাপিয়ে দেয়ার অভিযোগ করেন। এ সময় তিনি ইসরাইলের প্রতি গাজার ওপর থেকে ১০ সপ্তাহের অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান। এছাড়া গাজায় মানবিক সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উপস্থাপিত পরিকল্পনার সমালোচনা করেন টম ফ্লেচার। জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, হামাসকে সাহায্য করতে বিদেশি সহায়তা ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও অ্যাডাম বোহলার বলেন, সম্ভাব্য যুদ্ধ বিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে নতুন করে আলোচনার জন্য কাতার যাবেন তারা। এদিকে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেয়া না হলে গাজায় সামরিক অভিযান আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
পাঠকের মতামত
ইসরাইলী নরপশুরা আর কত ফিলিস্তিনি মারবে জবাব দিন হে বিশ্ব।