খেলা
যোগ্য কোচ দেশেও আছে, আনচেলোত্তির নিয়োগের পর ব্রাজিল প্রেসিডেন্ট
স্পোর্টস ডেস্ক
(৫ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ১২:০৩ অপরাহ্ন

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ব্রাজিল ফুটবলের কাণ্ডারি হয়েছেন কার্লো আনচেলোত্তি। সোমবার দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ) তাদের নতুন কোচ হিসেবে তার নাম ঘোষণা করে। পরদিন জাতীয় দলের নতুন এই ইতালিয়ান কোচকে নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। প্রেসিডেন্টের মতে, জাতীয় দলকে কোচিং করাতে বিদেশি কোচের দরকার নেই। চীনে সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করেন তিনি, যা প্রচারিত হয় ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোতে।
রিয়াল মাদ্রিদ বস হিসেবে আনচেলোত্তির বাকি আর তিনটি ম্যাচ। এরপরই রিও ডি জেনিরোর বিমান ধরবেন এই ৬৫ বছর বয়সী কোচ। গত ৬০ বছরের মধ্যে প্রথম কোনো বিদেশি কোচ বেছে নিলো সেলেসাওরা। যদিও দীর্ঘমেয়াদে আনচেলোত্তিই প্রথম। কেননা ১৯৬৫-এর সেপ্টেম্বরে উরুগুয়ের বিপক্ষে এক প্রীতি ম্যাচে শেষবার ব্রাজিল নেমেছিল কোনো বিদেশি কোচের অধীনে। তবে ওই এক ম্যাচের জন্যেই এই পদে ছিলেন আর্জেন্টাইন ফিলপো নুনেজ। এর আগেও ১৯২৫ ও ১৯৪৪ -এ দু’বার বিদেশি কোচ র্যা মন প্লাতেরো ও জোরেকার অধীনে খেলে ব্রাজিল দল। যদিও তারা সরাসরি প্রধান কোচ ছিলেন না। ১৯২৫ কোপা আমেরিকায় সেলেসাওদের প্রধান কোচ হওয়ার কথা ছিল হোয়াকিম গিমারায়েসের। তবে তিনি টেকনিক্যাল ডিরেক্টর হওয়ায় সেবার ফিল্ড কোচ হয়ে যান প্লাতের। চার ম্যাচে মোট ২০ দিন স্বপদে বহাল ছিলেন এই উরুগুইয়ান কোচ। ১৯৪৪-এ পর্তুগিজ কোচ জোরেকার ছিলেন ফ্লাভিও কস্তার সহকারী, যার অধীনে স্রেফ ৪ দিনে দু’টি প্রীতি ম্যাচ খেলে ব্রাজিলিয়ানরা। আনচেলোত্তির শিরোপার ঝুলি বেশ ভারি। ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স যেই দেশের ক্লাবেই গিয়েছেন, সোনা ফলিয়েছেন। এবারই প্রথমবার কোনো জাতীয় দলের কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। তবে এসব কোনো কিছুই যেনো মন ভুলাতে পারছে না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার। তিনি বলেন, ‘সত্যি বলতে বিদেশি হওয়ার জন্য তার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই.. আমি যেটি মনে করি, তা হলো, জাতীয় দলকে পরিচালনা করার মতো কোচ আমাদের ব্রাজিলে আছে।’ তবে এই বর্ষীয়ান কোচকে ‘গ্রেট টেকনিশিয়ান’ মনে করেন লুলা। আনচেলোত্তির প্রতি তার আশা ব্যক্ত করেন এভাবে, ‘ব্রাজিলে দলকে সহায়তা করতে হবে। প্রথমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হবে, পরে সম্ভব হলে বিশ্বকাপ জিততে হবে।’
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তালিকার চারে ব্রাজিল। এরই মধ্যে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিশ্বকাপ নিশ্চিত করলেও এখনও অপেক্ষায় রয়েছে সেলেসাওরা। পরিবর্তিত বিশ্বকাপ কাঠামো অনুযায়ী ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা থেকে ৬ দেশ পাবে বিশ্বকাপের টিকিট। সপ্তম দেশকে খেলে আসতে হবে প্লে অফ পর্ব।