ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

পাকিস্তানের দখল করে নেয়া কাশ্মীর ফেরত দিতে হবে: ভারত

মানবজমিন ডেস্ক

(৮ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১৬ অপরাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেয়ার পর কার্যত যেন তারই জবাব দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে কাশ্মীরের যে অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে তা তারা অবৈধভাবে দখল করে রেখেছে। সেই অঞ্চল ফেরত দিতে হবে। এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। ফলে কাশ্মীর নিয়ে কোনো আলোচনা দেখে না ভারত। তারা মনে করে কাশ্মীরের ওই অংশ চুরি করে নিয়েছে পাকিস্তান। ফলে জম্মু-কাশ্মীর ইস্যুতে আলোচনা হতে হবে দ্বিপক্ষীয়। ভারতের এই দাবি কখনো পরিবর্তন হবে না। ফলে কার্যত এ কথার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই মধ্যস্থতার প্রস্তাবকে নাকচ করে দেয়া হলো।

অনলাইন এনডিটিভি লিখেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর ইস্যুতে গুরুত্ব দিয়ে কথা বলার ২৪ ঘন্টা পরে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করে। অতীতে পাকিস্তান মধ্যস্থতার আহ্বান জানানো এবং সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প দু’বার মধ্যস্থতার প্রস্তাব জানানো সত্ত্বেও ভারত কাশ্মীর সমস্যা দ্বিপক্ষীয়ভাবেই সমাধানে বদ্ধপরিকর। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব তথ্য তুলে ধরেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ভারত দীর্ঘদিন ধরে জম্মু-কাশ্মীর ইস্যুতে জাতীয় একটি অবস্থান ধরে আছে। তা হলো এই সমস্যার সমাধান হতে হবে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয়ভাবে। এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো পাকিস্তান যে জায়গাটা অবৈধভাবে দখল করে আছে তা ছেড়ে দেয়া। 

ওদিকে অপারেশন সিঁদুর চালানোর পর সোমবার রাতে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো গুঁড়িয়ে দেয়া এবং পাকিস্তান দখলীকৃত কাশ্মীর ফেরত না দেয়া পর্যন্ত কাশ্মীর নিয়ে কোনো আলোচনা হতে পারে না। তার পূর্বসুরিদের মতো তিনি বলেন, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস এবং বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এর মধ্য দিয়ে তিনি সিন্ধু নদের পানি চুক্তির দিকে ইঙ্গিত করেছেন। মোদি বলেন, যদি আমরা কখনো পাকিস্তানের সঙ্গে আলোচনা করি তা হবে সন্ত্রাস এবং পাকিস্তান দখলীকৃত কাশ্মীর নিয়ে।

 

পাঠকের মতামত

আমার যদি ভুল না হয়, দ্বিজাতি তত্তের ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ হয়েছিল , সেই হিসেবে পুরো কাশ্মীর এর মালিক পাকিস্তান।

মাহমুদ হাসান
১৪ মে ২০২৫, বুধবার, ৬:৩২ অপরাহ্ন

পৃথিবীতে দুটি রাষ্ট্রের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তা হলো ভারত ও ইসরাইল।

শফিক
১৪ মে ২০২৫, বুধবার, ৫:২৫ অপরাহ্ন

ভারত ও পাকিস্তান মিলে কাশ্মীরকে স্বাধীন করে দিন। তা হলে আর যুদ্ধ হবে না।

Bashar
১৪ মে ২০২৫, বুধবার, ৫:০২ অপরাহ্ন

পাকিস্তানের সাথে কোনো দিন ই যুদ্ধে জিততে পারবে না ভারত ইনশাআল্লাহ।

দাদা
১৪ মে ২০২৫, বুধবার, ৩:৪৫ অপরাহ্ন

পাকিস্তান বা ভারত এর মালিকানা ছেড়ে দিলেই হয়। হোক না নতুন একটা দেশ। সিরিয়ার মতো। ভোট দিতে ভয় কিসের।

Anwarul Azam
১৪ মে ২০২৫, বুধবার, ১১:৫৩ পূর্বাহ্ন

ভারত -ইজরায়িল এর চেয়ে বড় সন্ত্রাস আর ৩য় নেই।

মনসুর আলম
১৪ মে ২০২৫, বুধবার, ১১:১৭ পূর্বাহ্ন

No treatment but Good beating is the only way.

Mizanur Rahman
১৪ মে ২০২৫, বুধবার, ১১:০৮ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‘অপারেশন বুনিয়ানুম-মারসুস’ শুরু/ ‘আত্মরক্ষা ছাড়া উপায় ছিল না পাকিস্তানের’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status