ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

চবি’র পঞ্চম সমাবর্তন আজ বক্তা ড. ইউনূস

চবি প্রতিনিধি
১৪ মে ২০২৫, বুধবার
mzamin

দেশের সর্ববৃহৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আজ বুধবার। সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস। সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সমাবর্তনে তাকে ডক্টর 
অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি দেয়া হবে।

সরজমিন দেখা গেছে, সমাবর্তনকে ঘিরে সাজসাজ রব পুরো ক্যাম্পাস জুড়ে। গাউন টুপি পরে পরিবার, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির পাশাপাশি তুলছেন সেলফি। দীর্ঘদিন পর দেখা হয়ে একে অপরের সঙ্গে মেতে উঠছেন খোশগল্পে। বিশাল এই আয়োজনে খরচ হচ্ছে প্রায় ১৪ কোটি টাকা। শিক্ষার্থীদের ফি থেকে আয় সাড়ে ৬ কোটি, বাকি অর্থ বিশ্ববিদ্যালয়, ইউজিসি ও স্পন্সরদের থেকে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিসহ মোট ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হবে।

অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে থাকবেন- শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

দীর্ঘ ৯ বছর পর সমাবর্তন অনুষ্ঠিত হওয়ায় খুশি বর্তমান শিক্ষার্থীরাও। তাদের দাবি প্রশাসন যেন সমাবর্তন নিয়মিত আয়োজন করে। যাতে প্রতিটি শিক্ষার্থী একাডেমিক জীবনের এই উৎসবমুখর দিনটি পায়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেয়ার পর দেখলাম বিশ্ববিদ্যালয় তার মূল লক্ষ্যে কাজ করছে না। সমাবর্তন হওয়াটা তো একাডেমিক ক্যালেন্ডারেরই একটি অংশ। কিন্তু এটা হচ্ছে ৯ বছর। আরও যখন দেখলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সমাবর্তন হয়েছে মাত্র চারটি, যা শিক্ষক হিসেবে আমাদের জন্য লজ্জার। পরবর্তীতে এটা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললাম, স্যারকে বিষয়টি জানালাম তিনি রাজি হলেন। 

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯৬৬ সালে প্রতিষ্ঠা হয়। এরপর ১৯৯৪ সালে প্রথম সমাবর্তন, ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১শে জানুয়ারি চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status