শেষের পাতা
ভারত ও পাকিস্তানের প্রথম সেনা বৈঠকে গুলি না চালানোর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিনিধি, কলকাতা থেকে
১৪ মে ২০২৫, বুধবারযুদ্ধ বিরতি ঘোষণার পর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম বৈঠকে আর একটিও গুলি না চালানোর ব্যাপারে দুই দেশ একমত হয়েছে। আরও সিদ্ধান্ত হয়েছে, কেউই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ করবে না! ভারত এবং পাকিস্তানের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন (ডিজিএমও)-দের মধ্যে সোমবার সন্ধ্যা ৫টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। যদিও বৈঠকটি দুপুর ১২টায় হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় বৈঠক না হওয়ায় সংশয় তৈরি হয়। পরে অবশ্য সন্ধ্যায় বৈঠকটি হয়।
ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লাহর মধ্যে কথা হয়েছে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয় নিয়েও। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এই খবর জানা গেছে বলে সংবাদ সংস্থা সূত্রে বলা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়, ভারত এবং পাকিস্তান উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে একটিও গুলি না চালানোর প্রতিশ্রুতি অব্যাহত রাখার বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের ডিজিএমও-দের মধ্যে। আক্রমণাত্মক পথে না হাঁটার বিষয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানো নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়েও উভয়পক্ষ একমত হয়েছে।
গত শনিবার বিকালে প্রথম ভারত-পাক যুদ্ধ বিরতির কথা ঘোষণার পর জানানো হয়েছিল সোমবার ডিজিএমও স্তরে বৈঠক হবে।
এদিকে, পাকিস্তান ভারতীয় সেনার বক্তব্য উড়িয়ে দিয়ে শনিবার জানিয়েছে, পাক সেনাবাহিনী কখনওই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এই দাবি করেছেন। তবে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানি সেনা ১০ই মে ভারতের ডিজিএমও-র দ্বারস্থ হয়েছিল।