ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মোরেলগঞ্জে কৃষকের বাগানের গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিরিধি
১৪ আগস্ট ২০২২, রবিবার

বাগেরহাটের মোরেলগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে এক কৃষকের বাগানবাড়ির বিভিন্ন জাতের গাছ কেটে অর্ধলাখ টাকার ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  গত শুক্রবার দুপুরে হোগলাপাশা ইউনিয়নে বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে।  অভিযোগে জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারের মালিক আব্দুল আলিম মিয়া, পৈতৃক ০.৪৭ শতক জমি দীর্ঘ ৪০-৫০ বছর ধরে ভোগদখল করে আসছেন। এর পূর্বে তার পিতাও এ জমি ভোগদখল করে আসছেন। প্রতিপক্ষের লোকেরা ওই বাগান থেকে গাছ কেটে নিতে পারেন এমন সন্দেহে আদালতের আশ্রয় নেন। বিজ্ঞ আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি নির্দেশ দেন থানা পুলিশকে। পুলিশ শুক্রবার বিকালে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে। কিন্তু এর ২-৩ ঘণ্টা পূর্বে আখের মিয়া ১৪৪ ধারা জারি হবে এমন খবর জানতে পেরে ভাড়াটিয়া লোকজন নিয়ে বাগানবাড়ির বিভিন্ন প্রজাতির ৫০-৬০টি গাছ কেটে ফেলে। কিছু গাছ জোরপূর্বক নিয়ে যায়। এতে আলিম মিয়ার কমপক্ষে অর্ধলাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

বিজ্ঞাপন
ঘটনার পর থেকে পরিবার-পরিজন নিয়ে প্রভাবশালীদের ভয়ে আতঙ্কে রয়েছেন বলে জানান। আদালতের নির্দেশ জারির পরে থানার এস আই তরিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক ১৪৪ ধারার নোটিশ উভয় পক্ষকে জারি করা হয়েছে। কেটে ফেলা গাছগুলোর বিষয়ে আদালতের নির্দেশনায় পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এ সর্ম্পকে আখের মিয়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কারও জমির গাছ কাটেননি তার পৈতৃক জমির অংশের গাছ কেটেছেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status