অনলাইন
কমবে তাপদাহ, সারা দেশে কাল থেকে বৃষ্টি হতে পারে
স্টাফ রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২২ অপরাহ্ন

দেশের অধিকাংশ এলাকায় আজ সোমবার থেকে তাপদাহ কমতে পারে। আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টি শুরু হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দেশের অনেক জায়গায় আজ থেকে তাপদাহ প্রশমিত হতে পারে। আগামীকাল আরও কিছু জায়গা থেকে তাপদাহ প্রশমিত হতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় তাপদাহ অব্যাহত থাকতে পারে।’
আজ খুলনা বিভাগের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দেশের অন্যান্য জায়গায় দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানান এ কে এম নাজমুল হক।
তিনি বলেন, ‘রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে।’
এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের বাকি জেলা, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ এবং রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে বলে জানান তিনি।