দেশ বিদেশ
রাজাপুরে ১২ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতির ৩ মালিক
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
১২ মে ২০২৫, সোমবার
ঝালকাঠির রাজাপুরে ৬ শতাধিক গ্রাহকের আনুমানিক ১২ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, সহ-সভাপতি ফরিদ হোসেন ও কোষাধ্যক্ষ সজলের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও টাকা ফেরতের দাবিতে শনিবার বিকালে সমবায় সমিতির সভাপতি ওবায়দুল হক ননীর বাড়ির সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন প্রায় শতাধিক ভুক্তভোগীরা।
এ সময় ভুক্তভোগীরা জানায়, ১২ বছর ধরে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন ওবায়দুল হক ননী, সাইফুল ইসলাম স্বপন, ফরিদ হোসেন ও সজল নামের ৪ ব্যক্তি। এনজিওটি দীর্ঘদিন ধরে গ্রামবাসীর ঘরে ঘরে গিয়ে তাদের নানা প্রলোভন দেখিয়ে মাসে প্রতি লাখে দুই হাজার টাকা মুনাফা দেয়ার কথা বলে এফডিআর (ডিপোজিট) হিসেবে প্রায় ৬ শতাধিক গ্রাহকের কাছ থেকে আনুমানিক ১২ কোটি টাকা সংগ্রহ করে। কিছুদিন মুনাফা দিলেও গত ছয় মাস যাবৎ গ্রাহকের কোনো মুনফা কিংবা আসল টাকাও ফেরত না দিয়ে পালিয়ে যায় তিনজন মালিক। এ বিষয়ে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ওবায়দুল হক ননী জানান, গ্রাহকের সকল টাকা ফেরত দেয়ার জন্য এফ ডি আর (ডিপোজিট)’র মুনাফার টাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গ্রাহকদের কাছ থেকে নেয়া এফডিআরের টাকা আমাদের বিভিন্ন খাতে ব্যবসার কাজে লাগানো আছে। আগামী দুই বছরের মধ্যে সকল গ্রাহকরা তাদের জমা রাখা টাকা ফেরত পাবে।