দেশ বিদেশ
কাশ্মীর সমস্যার সমাধানের ওপর নির্ভর করে দক্ষিণ এশিয়ার শান্তি
মানবজমিন ডেস্ক
১২ মে ২০২৫, সোমবার
দক্ষিণ এশিয়ায় দীঘমেয়াদি শান্তি নির্ভর করে জাতিসংঘের রেজ্যুলুশন অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধানের ওপর। কাশ্মীরি জনগণ এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে, পাকিস্তান তাতেই সমর্থন দেবে। বৃটিশ মিডিয়ার কাছে এসব কথা বলেছেন বৃটেনে পাকিস্তানের হাইকমিশনার ড. মোহাম্মদ ফয়সাল। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, তিনি আশা প্রকাশ করেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে এবং তা দীর্ঘস্থায়ী আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার দিকে যাবে। এ সময় তিনি যুদ্ধবিরতিতে পৌঁছার জন্য যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও বন্ধুপ্রতিম দেশগুলোর ভূমিকার প্রশংসা করেন। তিনি আরও জানান, কাশ্মীরি জনগণের পাশে সব সময় আছে পাকিস্তান। তাদের ভবিষ্যৎ নিয়ে তারা যে সিদ্ধান্ত নেবে, পাকিস্তান তাতেই সমর্থন দেবে। কিন্তু কাশ্মীরি জনগণ কী চায় তা কোনোদিনও পরিষ্কার করে স্বীকার করেনি ভারত। ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি আন্তর্জাতিক স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। বলেন, তাতে পূর্ণ সহযোগিতা থাকবে পাকিস্তানের। এক্ষেত্রে যাকেই দায়ী পাওয়া যাবে তাকেই জবাবদিহিতায় আনতে হবে। একতরফা কর্মকাণ্ড না চালিয়ে যদি আন্তঃসীমান্ত বিষয়ক কোনো প্রমাণ ভারতের কাছে থাকে তাহলে তা অবশ্যই তাদের দেয়া উচিত।