বাংলারজমিন
কানাইঘাটে ফয়জুল করীম
প্রয়োজনে মব সৃষ্টি করে সিলেটের পাথর কোয়ারি খোলা হবে
মুফিজুর রহমান, কানাইঘাট (সিলেট) থেকে
১১ মে ২০২৫, রবিবার
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, সিলেটের পাথর কোয়ারি অবিলম্বে খুলে দিতে হবে। ভারতের পা চাটা আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থেই সীমান্তবর্তী সিলেটের পাথর কোয়ারি বন্ধ করে রেখেছিল। আমাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্যই এটা বন্ধ করে রাখা হয়েছে। এই পাথর আমাদের, আমরা পাথর তুলবো, প্রয়োজনে মব সৃষ্টি করে হলেও পাথর উত্তোলন করা হবে। তিনি গতকাল শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নজির আহমদের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাটের কৃতী সন্তান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মুফতি রেজাউল করিম আবরার। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন- আগামীর নির্বাচন হবে ইসলামের বাংলাদেশ। সব প্রতীক দেখা শেষ এবার হাতপাখার বাংলাদেশ। এ সময় তিনি রেজাউল করিম আবরারকে আগামী সংসদে পাঠাতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান মেহমানের বক্তব্যে মুফতি রেজাউল করিম আবরার বলেন, বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল করতেই হবে। শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে এ সংস্কার পাস করতে দেয়া হবে না। তিনি বলেন, সিলেটের কানাইঘাট বাংলাদেশের সবচেয়ে অবহেলিত উপজেলা। এ উপজেলার প্রধান সমস্যা গাজী বুরহান উদ্দিন রাস্তা সংস্কারে আমরা কাজ করছি। আশা করি- এটা দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। এ ছাড়া, তিনি উপজেলার গাছবাড়ী ও মুলাগুল বাজারে পুলিশ ফাঁড়ি নির্মাণ, বৃহত্তর জৈন্তার ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপনের দাবি জানান। তিনি তার বক্তব্যে আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামপন্থিদের ভোটের বাক্স একটিই থাকবে উল্লেখ করে বলেন, নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। সব দেখা শেষ এবার ইসলামী দলের বাংলাদেশ।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ নজীর আহমদ, সিলেট জেলার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলার সভাপতি মুফতি আবু তাহের মিসবাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য আরিফুল ইসলাম শামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিলেট জেলার সভাপতি মুফতি সাঈদ আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, সিলেট জেলার সভাপতি আলহাজ ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ-সম্পাদক মাওলানা বদরুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কানাইঘাট উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাস্টার বিলাল আহমদ, সেক্রেটারি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কানাইঘাট পৌরসভার সেক্রেটারি ফজলে রাব্বি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কানাইঘাট উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মনোয়ার সিদ্দিকী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ।
পাঠকের মতামত
প্রথমে ধন্যবাদ জানাতে চাই মানবজমিন পত্রিকাকে পাথরকুয়ারি নিয়ে বক্তব্যের চুম্বক অংশটিকে প্রদান করে নিউজ করার জন্য। দ্বিতীয় ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাইকে। খেটে খাওয়া শ্রমিকদের কথা মাথায় রেখে সিলেটের পাথরকুয়ারি খুলে দেওয়ার ব্যাপারে তার আগ্রাসী মনোভাবকে। ইতিপূর্বে তার বলিষ্ঠ ভূমিকা অনেকের কাছেই প্রশংসিত। সামনের দিনেও পাশে থাকবেন এই প্রত্যাশা।