ঢাকা, ২ অক্টোবর ২০২৩, সোমবার, ১৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

কলকাতায় ডিমের হালি ২৬ টাকা

বিশেষ সংবাদদাতা, কলকাতা
১৩ আগস্ট ২০২২, শনিবারmzamin

বাংলাদেশের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের কলকাতায় প্রতিহালি মুরগির ডিম ২২ রুপি দরে বিক্রি হচ্ছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৬ বা ২৭ টাকা। শাকসবজিসহ অন্যান্য  নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও মাছের বাজার কিছুটা চড়া। গতকাল কলকাতার বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি চন্দ্রমুখী আলু ৪০ রুপি, জ্যোতি আলু ২৭ রুপি, পিয়াজ ২০ রুপি, রসুন ৮০ রুপি, বেগুন ৪০ রুপি, পটোল ২২ রুপি, ক্যাপসিকাম ১৮০ রুপি, কাঁচালঙ্কা ৮০ রুপি, আদা ৮০ রুপি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ২৫ রুপি, ফুলকপি ৪০ রুপি, মুরগির ডিম ৫.৫০ রুপি, হাঁসের ডিম ১২ রুপি দরে বেচা-কেনা হয়েছে। সবজির বাজার কিছুটা স্থির থাকলেও মাছের বাজার গরম। গতকাল প্রতি কেজি রুইমাছ ২৮০ টাকা, বড় ইলিশ ১৮০০-২০০০ টাকা, ছোট চিংড়ি ৪০০ টাকা, কাতল ৩৫০ টাকা, খাসির মাংস ৭৫০ টাকা এবং মুরগির মাংস ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে।  উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যে ব্যাপক পরিবর্তন আসায় ডলার ছাড়া প্রায় সব মুদ্রার দরপতন হয়েছে। ভারতে আগে যেখানে ৭২ রুপিতে এক ডলার পাওয়া যেতো, এখন তা কিনতে হচ্ছে ৮১ রুপিতে।

বিজ্ঞাপন
একইভাবে রুপির বিপরীতে কমেছে বাংলাদেশি টাকার মানও। তবে বাংলাদেশে যে হারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে কলকাতায় সেই হারে দাম বাড়েনি। 
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status