ঢাকা, ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক

ভারত-পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর

মানবজমিন ডেস্ক
৭ মে ২০২৫, বুধবার
mzamin

পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান ও সংলাপের ওপর জোর দেয়া হয়েছে। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রায় এক ঘণ্টার এই বৈঠক হয়। এরপর মিডিয়াকে ব্রিফ করেন জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ মোহাম্মদ খিয়ারি। তিনি মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ও শান্তিরক্ষা কার্যক্রমের দায়িত্বে আছেন। তিনি পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, বৈঠকে দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান ও সংলাপের ওপর জোর  দেয়া হয়েছে। তবে ভারতীয় মিডিয়া এএনআই বলেছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সংশ্লিষ্টতার বিষয়টি বৈঠকে গুরুতরভাবে উত্থাপন করা হয়।  বৈঠকে জানানো হয়, সন্ত্রাসীদের হাতে ২৫ জন পর্যটক এবং এক কাশ্মীরি ঘোড়ার চালক নির্মমভাবে নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিষদের সদস্যরা জবাবদিহিতার আহ্বান জানান এবং হামলার তীব্র নিন্দা জানান। সদস্য রাষ্ট্রগুলো পাকিস্তানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে এবং তাদের পারমাণবিক শক্তি ব্যবহারের বিষয়ে দেয়া বক্তব্যকে উত্তেজনা বাড়ানোর উপাদান হিসেবে উল্লেখ করে। 

এএনআই বলছে, বৈঠকে পাকিস্তানের ‘ফলস ফ্ল্যাগ’ দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। সদস্য রাষ্ট্রগুলো দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শ  দেয়। উল্লেখ্য, পাকিস্তান নিজেই এই রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানায়। কারণ সে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১০ অস্থায়ী সদস্যের একটি। প্রায় এক ঘণ্টা আলোচনায় সন্ত্রাসবাদবিরোধী অবস্থান ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়ে পাকিস্তানকে আরও দায়িত্বশীল ভূমিকা নেয়ার বার্তা দেয়া হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত রুদ্ধদ্বার আলোচনার পর সাংবাদিকদের ব্রিফ করেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার। তিনি বলেন,  পেহেলগাম সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার যে অভিযোগ তোলা হয়েছে, তা তার  দেশ পুরোপুরি প্রত্যাখ্যান করছে। তিনি আরও বলেন, ভারত যে সিন্ধুর পানিসম্পদ চুক্তি স্থগিত করেছে, তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অন্যদিকে, এই আলোচনার পর নিরাপত্তা পরিষদ কিংবা ভারত- কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত  কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। আলোচনার শেষে মিডিয়াকে ব্রিফ করেন জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ মোহাম্মদ খিয়ারি। তিনি মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ও শান্তিরক্ষা কার্যক্রমের দায়িত্বে আছেন। তিনি পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, বৈঠকে দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান ও সংলাপের ওপর জোর  দেয়া হয়েছে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status