প্রথম পাতা
জুলাই অভ্যুত্থানকারীদের নতুন প্ল্যাটফরমের আত্মপ্রকাশ শুক্রবার
স্টাফ রিপোর্টার
৬ মে ২০২৫, মঙ্গলবার
জুলাই অভ্যুত্থানকারীদের নতুন রাজনৈতিক শক্তি ইউনাইটেড পিপল্স বাংলাদেশের (ইউপিবি/আপ বাংলাদেশ) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। শুক্রবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন এ প্ল্যাটফরমের অন্যতম প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ। আলী আহসান জুনায়েদ জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। যিনি নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টি- এনসিপিতে যোগ দেননি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী জুনায়েদ গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, ‘আগামী ৯ই মে, শুক্রবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (ইউপিবি/আপ বাংলাদেশ)। এটি মূলত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, দল নয়। জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হবে এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা। আর দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চাই। ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সামপ্রদায়িক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়ায় কাজ করতে চাই। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এই প্ল্যাটফর্ম কাজ করবে ইনশাআল্লাহ্। আপনাদের সকলের পরামর্শ, দোয়া ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। শহীদ মিনারে আপনাদের আমন্ত্রণ রইলো।’
পাঠকের মতামত
জামায়াতি মতাদর্শের মানুষেরা পার্টির নামের শেষে 'বাংলাদেশ' শব্দটি জুড়ে দিতে আগ্রহী হন কেন।যেমন 'জামায়াতে ইসলামী বাংলাদেশ'।যদিও দলটি এখন 'বাংলাদেশ জামায়াতে ইসলামী'নামে নিবন্ধন নেওয়ার চেষ্টা করছে। এখন আবার তাদেরই একাংশ 'ইউনাইটেড পিপলস বাংলাদেশ (ইউপিবি)।'এখানেও বাংলাদেশ শব্দটি শেষে আনা হয়েছে। অন্য অনেক দল তো তা করেনা।যেমন, Bangladesh Awami League,Bangladesh Nationalist Party,Bangladesh Jatiya Party ইত্যাদি। কেইস টা কি?
"ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সামপ্রদায়িক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়ায় কাজ করতে চাই। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এই প্ল্যাটফর্ম কাজ করবে ইনশাআল্লাহ্।" ধর্মবিদ্বেষমুক্ত সাম্প্রপ্রদায়িক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়া কি কখনো সম্ভব? ইসলাম ধর্মের মূল ভিত্তিই হলো গণতন্ত্রবিদ্বেষ,পরধর্ম বিদ্বেষ ও ফ্যাসিবাদ। এই পার্টি মুখোশের আড়ালে মূলত জামায়াতে ইসলামের বি টিম হবে।
এগিয়ে যান। সফলতা কামনা করি।
এগুলো জুলাই অভ্যুত্থানকারীদের ঐক্যে ফাটলের পদক্ষেপ বলেই মনে হয়। যেটা ইতোমধ্যে প্রায় সম্পূর্ণ হয়েছে। অবশিষ্টটুকুও শেষ করা হবে এর মাধ্যমে। এটা অনুমান। দেখা যাক কী হয়...