প্রথম পাতা
ফখরুলের সঙ্গে বৈঠক
নির্বাচন কবে হবে জানতে চেয়েছে রাশিয়া-জাপান
স্টাফ রিপোর্টার
৫ মে ২০২৫, সোমবারবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন ও জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। আলোচনায় বাংলাদেশে নির্বাচন কবে এবং কতো তাড়াতাড়ি হবে তা রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথক পৃথকভাবে এই দুটি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রাশিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও দেশটির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের বিষয়ে আমীর খসরু বলেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন। নির্বাচন কতো তাড়াতাড়ি হতে যাচ্ছে, তারা জানতে চাচ্ছেন। সবাই তো একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়, একটা কমফোর্ট আছে সকলের। সেজন্য তো সকলে অপেক্ষা করছে, শুধু রাশিয়া নয়। সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই সবাই নির্বাচন ও নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খসরু বলেন, হ্যাঁ ওটার জন্য তারা অপেক্ষা করছে। বাংলাদেশের দিক থেকেও কো-অপারেশন চাচ্ছে তারা। সমাপ্তি করতে হবে, এটা প্রজেক্ট। এটা সমাপ্তির পর্যায়ে, বাংলাদেশে সেখান থেকে বড় একটা বিনিয়োগ হয়েছে, সেখানে প্রশ্নবিদ্ধ আছে অনেক কিছু। সেটা ভিন্ন আলোচনা।
তিনি বলেন, দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি কি করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের কয়েকটি এরিয়াতে তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশে বিনিয়োগের জন্য, বিশেষ করে ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে।
আমীর খসরু বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সস্পর্ক দীর্ঘদিনের। রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এই ক্ষেত্রে দুই দেশের মধ্যে কি ধরনের সহযোগিতা হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। আর কালচারালি রাশিয়া অনেক সমৃদ্ধ ঐতিহাসিকভাবে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কীভাবে সহযোগিতা হতে পারে তা নিয়ে আলোচনা করেছি।
ওদিকে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আলোচনার বিষয়বস্ত ছিল ম্যাডামের (বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া) দেশে ফেরা, উনার স্বাস্থ্য, দু’দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্যে এবং নির্বাচন নিয়ে কথা হয়েছে। এরমধ্যে ম্যাডামের দেশে ফেরারটাকে তারা খুব আগ্রহের সঙ্গে লক্ষ্য করছে এবং দেশের জনগণের মতো তারাও মনে করছে, ম্যাডামের ফিরে আসাটা এই সময়টা, ভালো সময়।
বাংলাদেশ এবং জাপান হচ্ছে, আমাদের সবচেয়ে বড় উন্নয়নের পার্টনার সব সময়। স্বাভাবিকভাবে তাদের তো আগ্রহ আগামীদিনের যে নতুন সরকার আসবে, তাদের সঙ্গে কাজ করার যে পরিবেশটা যাতে অব্যাহত থাকে। আর আগামীদিনে বাংলাদেশে বিনিয়োগে পরিকল্পনা আছে। সেই ধারাটা যাতে তারা অব্যাহত রাখতে পারে, সেটার ওপর আলোচনা হয়েছে।
বিএনপি’র এই স্থায়ী কমিটির সদস্য বলেন, সবাই যেভাবে অপেক্ষা করছে, তারাও (জাপান) জানতে চাচ্ছে নির্বাচন কবে। স্বাভাবিকভাবে নির্বাচনের ওপর নির্ভর করছে, সবার তো সিদ্ধান্তের ব্যাপার আছে। সেটা বিনিয়োগসহ বিভিন্ন বিষয়। একটা নির্বাচন এবং নির্বাচিত সরকারের জন্য সবাই অপেক্ষা করছে। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে, এটাই সবার প্রত্যাশা।
মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।