প্রথম পাতা
ফের বেইলি রোডে ভবনে আগুন, আতঙ্ক
স্টাফ রিপোর্টার
৬ মে ২০২৫, মঙ্গলবার
রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিটের এক ঘণ্টার বেশি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় শিশুসহ মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এরমধ্যে পুরুষ ৭ জন, নারী ৯ জন এবং ২ জন শিশু। গতকাল সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে যুক্ত হয়ে ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেজমেন্টে আগুন লাগে। এ ঘটনায় মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এরমধ্যে পুরুষ ৭ জন, নারী ৯ জন এবং ২ জন শিশু। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, গত বছরের ১৯শে ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সে আগুনে প্রাণ যায় ৪৬ জনের। যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ছিল বেশি।
পাঠকের মতামত
বেইলী রোডের সব আবাসিক ভবনের ভেতরে থাকা এসব খাবারের রেস্তোরাঁ গুলো অবিলম্বে বন্ধ করা হোক। কখন কি হবে কে ঝুঁকি নেবে।