প্রথম পাতা
এপ্রিলে মূল্যস্ফীতি কিছুটা কমেছে
স্টাফ রিপোর্টার
৬ মে ২০২৫, মঙ্গলবারএপ্রিল মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি আবারো কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, এই সময়ে মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ১৭ শতাংশ হারে, যা এর আগের মাসে ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। গতকাল মূল্যস্ফীতির এসব তথ্য প্রকাশ করেছে বিবিএস। এদিকে সংস্থাটির তথ্যমতে, এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও কমেছে। খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশ, যা মার্চে ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি এপ্রিলে কমে ৯ দশমিক ৬১ শতাংশ হয়েছে। মার্চে যা ছিল ৯ দশমিক ৭০ শতাংশ। এ ছাড়া এপ্রিল মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৪০ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৬ শতাংশ। আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ১৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৮ শতাংশ। বিবিএস বলছে, এপ্রিল মাসে খাদ্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে আলু, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি ও মসলার দাম। বিবিএসের হিসেবে বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবাখাতের মূল্যস্ফীতির হারও কমেছে।