ঢাকা, ৪ মে ২০২৫, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

টেলিগ্রাফের রিপোর্ট

শিলিগুড়িতে রেলের নিরাপত্তা বাড়িয়েছে ভারত

মানবজমিন ডেস্ক
৪ মে ২০২৫, রবিবার

বাংলাদেশ সীমান্তের কাছে এবং শিলিগুড়িতে রেলের নিরাপত্তা জোরদার করেছে ভারত। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (এনএফআর) বলেছে, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং বিএসএফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই নিরাপত্তার কাজ করছে তারা। উল্লেখ্য, এনএফআর ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে এবং পুরো উত্তরবঙ্গকে সংযুক্ত করেছে। এ পথে চলাচলকারী যাত্রীদের এবং তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে রেলস্টেশনগুলোতে বিভিন্ন নিরাপত্তা সংস্থা যৌথভাবে টহল দিচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য টেলিগ্রাফ। বৃহস্পতিবার এনএফআর এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ সীমান্তের কাছে স্পর্শকাতর এলাকাগুলোতে যৌথ টহল জোরদার করেছে নিরাপত্তা রক্ষাকারী এজেন্সিগুলো। আন্তর্জাতিক সীমানার খুব কাছ দিয়ে প্রবাহিত এই রেলওয়ে লাইনে অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা এড়াতে এবং নজরদারি বৃদ্ধি করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এনএফআরের বিভিন্ন অংশে এই টহল দেয়া হয়েছে। যে ট্র্যাক বা পথ উত্তরপূর্ব ভারতকে কৌশলগত শিলিগুড়ি করিডোর দিয়ে সংযুক্ত করেছে তা চিকেননেক নামেও পরিচিত। এ পথে নয়া জলপাইগুড়ি এবং বালুরঘাটের মতো রেলস্টেশনগুলো বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে। সূত্র বলেছে, নয়া ময়নাগুড়ি স্টেশন থেকে আলিপুর দুয়ারের নয়া ডোমাহোনি স্টেশন পর্যন্ত এই প্রহরা দেয়া হয়েছে। একটি সূত্র বলেছে, রেলপথ ধরে পায়ে হেঁটে এই টহল দেয়া হয়েছে রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করতে, বেআইনিভাবে সীমান্ত অতিক্রম ঠেকাতে এবং সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করতে। কাতিহার ডিভিশনে হলদিবাড়ি জিরো পয়েন্ট থেকে হলদিবাড়ি রেলওয়ে স্টেশন পর্যন্ত পায়ে হেঁটে টহল দেয়া হয়েছে। আন্তর্জাতিক সীমানার কাছে টহল জোরদার করা হয়েছে, যাতে যাত্রীদের মধ্যে নিরাপত্তার ধারণা ফিরে আসে। হলদিবাড়ি স্টেশনও সীমান্তের কাছে। এই রেলরুটের মাধ্যমে চিলাহাটি হয়ে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত হয়েছে। শিলিগুড়ির অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা বলেন, শিলিগুড়ির মধ্যদিয়ে উত্তরপূর্ব ভারতকে যুক্তকারী রেলরুট ভারতের বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত বছর আগস্ট মাস থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। ফলে রেলওয়ে কর্তৃপক্ষ ওই অঞ্চলে রেলওয়ের অবকাঠামোকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। রেলওয়ে স্টেশনের নিরাপত্তা চেকও বাড়ানো হয়েছে। বালুরঘাট স্টেশনে রেলওয়ে পুলিশ ট্রেন, যাত্রী এবং রেলকর্মীদের চেকিং করছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status