ঢাকা, ৪ মে ২০২৫, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

মহাসড়কের পাশে অনুমতিবিহীন বাণিজ্যমেলা দুর্ভোগ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
৪ মে ২০২৫, রবিবার
mzamin

চট্টগ্রাম চন্দনাইশে মাসব্যাপী বাণিজ্যমেলায় জেলা প্রশাসকের অনুমতি না পেয়েও উদ্বোধন হয়েছে কোটি টাকার বাণিজ্যমেলা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন গাছবাড়িয়া সরকারি কলেজের জমিতে চারপাশে টিন দিয়ে ঘেরা দিয়ে, চড়া দামে ভাড়া দিয়েছেন অর্ধশত স্টল, নির্মাণ হয়েছে সুদৃশ্য তোরণ, মেলার মাঠে প্রবেশ করতে গুনতে হচ্ছে জনপ্রতি ১০ টাকা। মেলায় প্রবেশের জন্য ভরাট করা হয়েছে সরকারি খাল, বৃষ্টি হলেই পানি জমে প্লাবিত হবে বিশাল এলাকা, মহাসড়কে বিঘ্ন হচ্ছে যান চলাচল। মেলা মাঠের পাশেই রয়েছে আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান হাশিমপুর মকবুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা।
জানা যায়, পায়রা নামক সংগঠনের ব্যানারে আলী ইমরান নামের এক ব্যক্তি মার্চ মাসের শুরুর দিকে মাসব্যাপী মেলার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করলেও মেলেনি অনুমতি। তবে প্রশাসক অনুমতি দিয়েছেন এমন মিথ্যা তথ্য ছড়িয়ে কোটি টাকা আয় করবেন প্রভাবশালী ইমরান। তার খুঁটির জোর নিয়েও চর্চা চলছে সাধারণ মানুষের মাঝে। মেলার অনুমতির আবেদনকারী ইমরান জানান, জেলা প্রশাসক মহোদয় অনুমতি দিয়েছেন। অনুমতির কাগজ দেখতে চাইলে তিনি জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। জনদুর্ভোগের বিষয় নিশ্চিত করে উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী জানান, এসএসসি পরীক্ষার মাসে কলেজ, মাদ্রাসা ও মহাসড়কের পাশে অনুমতিবিহীন মেলা ও সরকারি খাল ভরাটের কারণে বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান জানান, মেলার আয়োজক কর্তৃপক্ষ অনুমতির কোনো কাগজপত্র দিতে পারেনি। তবে কোনো সমস্যা হলে দায় পুলিশের ওপর আসবে তাই মেলায় পুলিশ টিম নিয়োজিত রেখেছি। সরকারি কলেজের জায়গায় মেলার ব্যাপারে গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার দত্তকে একাধিকবার কল ও মেসেজ দেয়া হলেও সাড়া পাওয়া যায়নি। তবে মেলার মাঠ কলেজের জায়গা বলে নিশ্চিত করেছেন গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন জানান, আয়োজনকারী কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যারের কাছে অনুমতির আবেদন করেছেন। আমি বিধি মোতাবেক রিপোর্ট প্রদান করেছি। তবে মেলা উদ্বোধন হয়েছে বলে শুনেছি। কিন্তু অফিসিয়ালভাবে অনুমতির কোনো কপি আমার হাতে আসেনি। জেলা প্রশাসকের অনুমতির ব্যাপারে মিথ্যা তথ্য ছড়ানোর ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম জানান, এরা দুষ্ট চক্র, এ ধরনের কোনো মেলার অনুমতি জেলা প্রশাসন দেয়নি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status