ঢাকা, ৪ মে ২০২৫, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

উত্তরার সেই ভবন অবৈধ দখলমুক্ত

স্টাফ রিপোর্টার
৪ মে ২০২৫, রবিবার

রাজধানীর উত্তরায় অবৈধ ক্লিনিকের নামে দখল করে রাখা একটি ভবন দখলমুক্ত করেছেন স্থানীয় জনতা। ভবন মালিকের সঙ্গে চুক্তি শেষ ও স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স স্থগিত করলেও অবৈধভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয় লোকজন অবৈধ ক্লিনিক বন্ধে সোচ্চার হন। তারা মিছিল সমাবেশ ও মানববন্ধন করেন। গত ২৯শে এপ্রিল স্থানীয় জনতা ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করতে গেলে ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা  কয়েকজন রোগীকে ক্লিনিকে রেখেই পালিয়ে যান। পরে স্থানীয়রা নিজ খরচে এই রোগীদের উদ্ধার করে পাশের অন্য হাসপাতালে নিয়ে যান। নস্ট্রাম হাসপাতাল ও ডায়াগনস্টিক নামে পরিচালিত ওই প্রতিষ্ঠান দেড় বছর ধরে ভবন মালিককে কোনো ভাড়া পরিশোধ করছে না। গত জুনে ভবন মালিকের সঙ্গে চুক্তির মেয়াদও শেষ হয়ে যায়। এরপর ভবন মালিক বাড়ি ছেড়ে দিতে নোটিশ দিলেও ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ছলচাতুরি করে কার্যক্রম চালিয়ে আসছিল। বিভিন্ন সময় নস্ট্র্রামের পরিচালকরা ভবন মালিককে ভয়-ভীতি ও হুমকিও দিয়ে আসছিলেন। উপায় না পেয়ে ভবন মালিক ডা. ওয়ালিউর রহমান স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ করেন। স্বাস্থ্য অধিদপ্তর দফায় দফায়  শোকজ করলেও নস্ট্রাম কর্র্তৃপক্ষ কোনো জবাব না দেয়ায় তাদের লাইসেন্স স্থগিত করে দেয়া হয়। এরপর থেকে অবৈধভাবে চলছিল প্রতিষ্ঠানটি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status