দেশ বিদেশ
২ বাংলাদেশিকে আটকের ৮ ঘণ্টা পর ফিরিয়ে দিলো বিএসএফ
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
৪ মে ২০২৫, রবিবার
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ইমন (১৬) ও তার মামা সাজেদুল ইসলামকে (২২) ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাত আড়াইটার দিকে তাদেরকে ফেরত দেয়।
বিজিবি জানায়, তাদেরকে ফেরত দেয়ার লক্ষ্যে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪২ নম্বরের ১ নম্বর উপপিলারের বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর শূন্যরেখা থেকে ৫ গজ অভ্যন্তরে এদিন গভীর রাতে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়। বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) রংপুরের বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে ৫ সদস্য ও ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমাড্যান্ট ইন্সপেক্টর সুজিত কুমারের নেতৃত্বে ৫ জন সদস্য অংশ নেন। বৈঠকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এ সময় তারা বলেন, বিএসএফের গোমতি ক্যাম্পের টহলদলের সদস্যরা বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে প্রবেশ করে গাটিয়ারভিটা এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। বিএসএফ এ কথা অস্বীকার করে জানায়, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ওই দুই বাংলাদেশি ভারতের ভেতরে ঢুকে ছবি ও ভিডিও করতে থাকে। এ সময় বিএসএফ তাদেরকে চলে যেতে বললে তারা ফিরে না গিয়ে আপত্তিকর কথা বলে এবং বিএসএফ সদস্যদেরকে ভিডিও করতে থাকে। এতে ওই দুইজনকে আটক করে নিয়ে যায় বিএসএফ। বৈঠকে বাংলাদেশি নাগরিকদেরকে সীমান্ত অতিক্রম না করতে বিজিবিকে ব্যবস্থা নিতে বলে। বিজিবি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে বিএসএফকে জানান। আলোচনা শেষে ইমন ও সাজেদুলকে বিজিবি’র নিকট হস্তান্তর করে বিএসএফ।
এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮২৫ নম্বরের ১ নম্বর উপপিলার সংলগ্ন শূন্যরেখার ভারতীয় চা বাগান দেখতে যায় তারা। এ সময় মোবাইল ফোনে নিজেদের ছবি তোলার সময় ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের টহলদলের সদস্যরা তাদেরকে ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ (তিস্তা-২) এর ধবলসুতি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোক্তার হোসেন ঘটনা জানতে বিএসএফের ওই ক্যাম্পের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান জানায়। পরে রাত আড়াইটায় পতাকা বৈঠক করা হয়। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, রাতে সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কিশোর দুইজনকে ফেরত দিয়েছে বিএসএফ। তাদেরকে পরিবারের নিকট বুঝিয়ে দিয়েছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ (তিস্তা-২)- এর অধিনায়ক লে. কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, বিএসএফ জানায় ভারতের অভ্যন্তরে ঢুকে ভিডিও করার সময় ওই দুইজনকে ধরে নিয়ে যায় তারা। বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে রাতই সীমান্তে পতাকা বৈঠক করে তাদেরকে ফেরত আনা হয়।