ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

শরীর ও মন

বন্ধ্যত্ব পরিত্রাণে আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা

ডা. এম এ হক, পিএইচ. ডি
১৩ আগস্ট ২০২২, শনিবার
mzamin

বন্ধ্যত্ব  কি?  কোনো সক্ষম দম্পতি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে স্বাভাবিক দাম্পত্য জীবনে সন্তান আশা করার এক বছরের মধ্যে গর্ভবতী না হলে সেই দম্পতির এ অবস্থাকে ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সমগ্র জনসংখ্যার ৮-১০ ভাগ দম্পতি কোনো না কোনো কারণে বন্ধ্যত্বের সমস্যায় ভুগছেন।  ধরণ বা প্রকার  বন্ধ্যত্ব দুই প্রকার।  ১. প্রাথমিক বন্ধ্যত্ব: (কখনোই গর্ভধারণ হয়নি)  ২. সেকেন্ডারি বন্ধ্যত্ব: (পূর্বে গর্ভধারণ হয়েছিল)। 

পুরুষের বন্ধ্যত্বের কারণসমূহ হরমোন সমস্যা, অণ্ডোকোষে আঘাত, বয়স বৃদ্ধি, মানসিক চাপ, মাম্পস, যৌনরোগ, শুক্রাণু বাহির হওয়ার রাস্তায় প্রতিবন্ধকতা, অণ্ডোকোষে জন্মগতভাবে কোনো ত্রুটি থাকলে; শুক্রাণুর উৎপাদন অথবা গুণগত মান প্রয়োজনের চেয়ে কম হওয়া। 

মহিলাদের বন্ধ্যত্বের কারণসমূহ অনিয়মিত মাসিক, হরমোন সমস্যা, জরায়ুর আকৃতি ছোট বা বড় হলে, বয়স বৃদ্ধি, মানসিক চাপ, ডিম্বাশয়ের ডিম্বাণু তৈরির জটিলতা, পলিসিস্টিক ওভারি বা ওভারির সিস্ট, ডায়াবেটিস, প্রজননতন্ত্রের জন্মগত ও গঠনগত ত্রুটি, ফ্যালোপিয়ন টিউব ব্লক, জরায়ুতে টিউমার, এন্ড্রোমেট্রিওসিস, অধিক পরিমাণে প্রলেকটিন হরমোন তৈরি, জরায়ুর ইনফেকশন, জরায়ুর টিউমার ইত্যাদি। 

বন্ধ্যত্বের কারণ নির্ণয়ে পরীক্ষাসমূহ   স্বামী ও স্ত্রী উভয়ের রক্ত, হরমোন, পুরুষের বীর্য, স্ত্রীর জরায়ুর টিভিএস ও ডিম্বনালির পরীক্ষা, জরায়ুর ভেতরের স্তরের ঝিল্লী পরীক্ষা ইত্যাদি। 

বন্ধ্যত্ব পরিত্রাণে হোমিওপ্যাথী চিকিৎসায় সফলতার রহস্য  বন্ধ্যত্ব চিকিৎসায় হোমিওপ্যাথির ভাণ্ডারে অমৃতসম যে সকল ওষুধ নিপূনভাবে সাজানো আছে- সেসব ওষুধের  প্রকৃত পরিচয় ও তার সঠিক প্রয়োগের মাধ্যমে আজ শত শত দম্পতিরা  সন্তান লাভের পর সুখি জীবনযাপন করছে । সাধারণত ফ্যালোপিয়ন টিউব ব্লক, ওভারির সিস্ট, জরায়ুর টিউমার, ডিম্বাণু ছোট হওয়া, জরায়ু পেছন দিকে বেঁকে যাওয়া; যৌনাঙ্গের যক্ষ্মা, পুরুষের শুক্রাণু কম ইত্যাদি সমস্যা আমাদের চিকিৎসার মাধ্যমে সমাধাণের কিছুদিনের মধ্যেই গর্ভধারণ হয়। এছাড়াও এক ধরনের রুগী আছে যাদের গর্ভধারণের ৩ মাস বা ৫ মাসের সময় গর্ভপাত হয়, দীর্ঘদিন বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করে সন্তান লাভে ব্যর্থ হয়ে ব্যাকুল হৃদয়ে কোনো দম্পতি যখন আমার চেম্বারে আসেন তখন তাদের সকল রিপোর্ট পর্যালোচনা করে সঠিক ওষুধটি প্রয়োগ করলে অল্প দিনের মধ্যেই গর্ভধারণ করেন। কোনো মহিলার জরায়ু ছোট থাকলে প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে এর কোনো সমাধান নেয়। এ ক্ষেত্রেও আমাদের সফলতা উল্লেখ করার মতো। ফ্যালোপিয়ন টিউব ব্লক নিয়ে আমাদের নিকট থেকে ওষুধ সেবনের মাধ্যমে টিউবের ব্লক ক্লিয়ার হয়ে স্বাভাবিক গর্ভধারণ করেছে। যে সমস্ত কারণে জরায়ু বা ওভারীর অপারেশনের পরামর্শ দেয়া হয় সেসব ক্ষেত্রে অপরেশন ব্যতীত শুধুমাত্র ওষুধ সেবনের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে গর্ভধারণ করে।

বিজ্ঞাপন
বার বার গর্ভপাত হওয়া শত শত রুগীর চিকিৎসার মাধ্যমে সুস্থ সন্তান জন্মগ্রহণ করেছে। পুরুষের শুক্রাণুর গুণগতমান বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গর্ভধারণ সম্ভব হয়েছে। আমাদের চিকিৎসায় গর্ভধারণের পাশাপাশি প্রজনন অঙ্গের অন্যান্য জটিল রোগ-ব্যাধিও আরোগ্য হয়। আমরা সুদীর্ঘ সময় ধরে সফলতার সহিত বন্ধ্যত্বের গবেষণামূলক চিকিৎসাসেবা প্রদান করে আসছি। 

 

লেখক: ডা. এম এ হক, পিএইচ. ডি (স্বাস্থ্য), এম. ফিল. (স্বাস্থ্য), ডি এইচ এম এস. (বন্ধ্যত্ব চিকিৎসায় অভিজ্ঞ)।  চেম্বার: হক হোমিও ক্লিনিক, বাসা # ৫৩। রোড # ২, মোহাম্মদী হাউজিং লিঃ, (শিয়া মসজিদ সংলগ্ন র‌্যাব অফিসের বিপরীতে), মোহাম্মদপুর, ঢাকা। প্রয়োজনে  ০১৭০৭-০৭ ৩১ ৪১।

শরীর ও মন থেকে আরও পড়ুন

আরও খবর

   

শরীর ও মন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status